ডবল হ্যাট্রিক! এবারেও জয়ী দুধকুমার, নন্দীগ্রামে কথা রাখলেন শুভেন্দু, দাঁত ফোঁটাতে পারল না তৃণমূল

বাংলা হান্ট ডেস্কঃ গত শনিবার বহু টানপোড়েনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ২৩ পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। আজ তার ফলাফল। বন্দি ব্যালট বাক্স থেকে বেরিয়ে আসছে জনমত। যদিও সেই গণতন্ত্রের উৎসবকে কেন্দ্র করে ধুন্ধুমার চলেছে বাংলায়। হিংসা, অশান্তি, ছাপ্পা, প্রানহানি কিছুই বাদ যায়নি। এর জেরে গতকাল রাজ্যের ১৯টি জেলাতে হয় পুনর্নির্বাচন।

উত্তর থেকে দক্ষিণ সবমিলিয়ে রাজ্যের মোট ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন করা হয়। আজ সেই পঞ্চায়েত ভোটের ফলপ্রকাশ। সকাল ৮ টায় শুরু হয়ে গিয়েছে গণনা। আর স্বাভাবিকভাবেই এবারও পঞ্চায়েত নির্বাচনে সকলকের নজরে শুভেন্দুর ‘নন্দীগ্রাম’ (Nandigram)। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) গড় বলে কথা। জানা গিয়েছে, প্রত্যাশিত ভাবেই নন্দীগ্রামে ভালো ফল করেছে বিজেপি।

আর সেখানে ডবল হ্যাট্রিক করে রীতিমতো গোটা রাজ্যে সাড়া ফেলে দিয়েছেন বয়াল ১-২ নং বুথে বিজেপি প্রার্থী (BJP Candidate) দুধ কুমার মণ্ডল। সূত্রের খবর, প্রায় ২০০-র অধিক ভোটের ব্যবধানে জয়ী এই বিজেপি নেতা। এনিয়ে ৬ বার জয় নিজের ও বিজেপির ঝুলিতে আনলেন দুধ কুমার। এই সেই বুথ যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় ধর্নায় বসেছিলেন।

suvendu adhikari

নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বুথে প্রত্যাশা মতোই জয়ের ধারা অব্যাহত রেখেছে বিজেপি। সর্বশেষ পাওয়া আপডেট অনুযায়ী, গ্রাম পঞ্চায়েত
নন্দীগ্রাম ১-এ তৃণমূল ৫ , বিজেপি ৫ টি আসনে জয়ী। অন্যদিকে নন্দীগ্রাম ২-এ তৃণমূল ঝুলিতে গিয়েছে মাত্র ২টি আসন। বিজেপি জয়লাভ করেছে ৪টি তে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর