৩০ টাকারও কমে রিচার্জ! Jio-র এই প্ল্যানের সামনে কুপোকাত Airtel-ভোডা

বাংলা হান্ট ডেস্ক: আপনিও যদি রিলায়েন্স জিওর (Reliance Jio) গ্রাহক হন তাহলে আপনার জন্য সুখবর। তাহলে অবশ্যই চোখ রাখুন এই প্রতিবেদনটিতে। কারণ জিও (Jio) তার গ্রাহকদের জন্য একেবারে বাম্পার অফার এনেছে। একই সঙ্গে দুটি নতুন এবং সস্তা প্ল্যান নিয়ে এসেছে জিও। চলুন দেরি না করে জেনে নিই জিও-এর এই দুটি প্ল্যানের সুবিধা।

আমাদের দৈনিক ডেটা শেষ হয়ে গেলে আমরা প্রায়শই অ্যাড-অন রিচার্জ করে থাকি। তবে ১৫ টাকায় বা ২৫ টাকায় যে ডেটা পাওয়া যায় তাতেও হয়ত কুলোয়না। আর এরচেয়ে বেশি ডেটা চাইলে একটা বড় টাকার ধাক্কা। তাই জিও নিয়ে এসেছে একেবারে সস্তার প্ল্যান। এই প্ল্যানগুলির দাম ১৯ টাকা ও ২৯ টাকা।

জিও-এর ১৯ টাকার প্ল্যান : জিও-র এই নতুন প্ল্যানে মোট ১.৫ জিবি ডেটা পাওয়া যাবে। এই ডেটা প্ল্যানের বৈধতা আপনার বিদ্যমান প্ল্যানের মতই হবে। যদি আপনার বিদ্যমান প্ল্যানের ডেটা শেষ হয়ে যায় এবং জরুরি অবস্থায় ডেটা প্রয়োজন হয় তাহলে আপনি এই রিচার্জটি করতে পারেন।

জিও-এর ২৯ টাকার প্ল্যান : জিও-এর ২৯ টাকার প্রি-পেইড প্ল্যানটিতে মোট ২.৫ জিবি ডেটা পাবেন। এই প্ল্যানটিরও নিজস্ব কোন বৈধতা নেই। এটিও একটি ডেটা প্ল্যান। এছাড়াও জিও-এর ২৫ টাকার ডেটা প্ল্যানও রয়েছে যাতে ২ জিবি পাওয়া যায়।

jio 5g network launches in mps bhopal and indore ep

জিও ভারত ফোন : জানিয়ে রাখি জিও সম্প্রতি Jio Bharat V2 লঞ্চ করেছে, যাকে Jio Bharat ফোনও বলা হচ্ছে। ফোনটির দাম রাখা হয়েছে মাত্র ৯৯৯ টাকা। জিও জানিয়েছে, এই ফোনের দৌলতে তারা ২৫০ মিলিয়ন 2G গ্রাহককে 4G নেটওয়ার্কে নিয়ে আসবে।

সংস্থাটি Jio Bharat V2 এর জন্য দুটি প্রি-পেইড প্ল্যান চালু করেছে। একটি প্ল্যান ১২৩ টাকার। এই প্ল্যানে মোট ২৮ দিনের আনলিমিটেড কলিং সহ ১৪ জিবি ডেটা পাওয়া যাচ্ছে। দ্বিতীয় প্ল্যানটির দাম ১,২৩৪ টাকা। প্রতিদিন ৫০০ এমবি হিসেবে মোট ১৬৮ জিবি ডেটা পাবেন‌। এবং এই প্ল্যানটির বৈধতা হল মোট ৩৬৩ দিন।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর