এক টেস্টে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়েছেন এই ৪ ভারতীয়! তালিকায় নেই সচিন

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian Cricket Team) বিশ্বক্রিকেটকে একাধিক তারকা উপহার দিয়েছে। কেউ কেউ বৃহত্তম ফরম্যাটে কিংবদন্তি হয়েছেন, কেউ আবার সীমিত ওভারের ক্রিকেটে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। আবার কেউ দুই ফরম্যাটেই সমান দক্ষতার পরিচয় দিয়েছেন। তবে আজ আমাদের আলোচনা সেই ক্রিকেটারদের নিয়ে যারা বৃহত্তম ফরম্যাটে এক ম্যাচে ভারতের জার্সিতে সবচেয়ে বেশি রান করেছেন।

sehwag test

৪. বীরেন্দ্র সেওবাগ: ভারতীয় ক্রিকেটের ইতিহাসের সেরা ওপেনারদের একজন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তার ৩০৪ বলে ৩১৯ রানের ইনিংসটি প্রত্যেক ভারতীয় ক্রিকেটপ্রেমীর কাছে অমূল্য। ওই ম্যাচে ভারতীয় দল দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার সুযোগ পায়নি। তাও এই তালিকায় তিনি জায়গা পেয়েছেন ৪ নম্বরে।

Sourav Ganguly AP Photo

৩. সৌরভ গঙ্গোপাধ্যায়: নিজের টেস্ট ক্রিকেটারের সায়াহ্নে পৌঁছে নিজের প্রথম টেস্ট দ্বিশতরানের মুখ দেখেছিলেন তিনি। এরপর দ্বিতীয় ইনিংসেও ওই ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৯১ রানের ইনিংস খেলেছিলেন তিনি। সবমিলিয়ে ওই ম্যাচে ৩৩০ রান করে এই তালিকায় তৃতীয় স্থানে আছেন তিনি।

২. ভিভিএস লক্ষ্মণ: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০০১ সালে কলকাতার মাঠে তার খেলা ২৮১ রানের ইনিংসটিকে অনেকেই কোনও ভারতীয়র টেস্ট ফরম্যাটে খেলা সবচেয়ে সুন্দর ইনিংস বলে দাবি করে থাকেন। এছাড়াও প্রথম ইনিংসে ৫৯ রান করে তিনি নজর কেড়েছিলেন। অজিদের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে তিনি মোট ৩৪০ রান করে এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন।

Sunil Gavaskar PTI 0 0 0 571 855

১. সুনীল গাভাস্কার: ১৯৭১ সালে প্রবল শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ইনিংসে শতরান করেছিলেন তরুণ সুনীল গাভাস্কার। তার মধ্যে দ্বিতীয় ইনিংসে খেলা তার ২২০ রানের ইনিংসটি তার কেরিয়ারের বলেও মেনে থাকেন অনেকে। পোর্ট অফ স্পেনের ওই টেস্টে ৩৪৪ রান করেছিলেন সানি। ভারতীয়দের মধ্যে এই তালিকায় তিনি শীর্ষে রয়েছেন আজও।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর