শক্তিশালী হচ্ছে BJP! ভয় পেয়ে আরও ৮ দলকে বিরোধী শিবিরে নাম লেখাচ্ছে কংগ্রেস, পরবর্তী বৈঠক ১৭ জুলাই

বাংলা হান্ট ডেস্ক : আসন্ন লোকসভা নির্বাচন। কোমর বাঁধছে বিরোধীরা। বসে নেই শাসক শিবিরও। বিরোধী জোটের বৈঠকের ফাঁকেই দল ভারী করছে ভারতীয় জনতা পার্টি (Bharatiya Janata Party)। অবস্থা দেখে রণকৌশল বদলাচ্ছে বিরোধী দলগুলোও। কংগ্রেস (Congress) এবার ছোট দলগুলিকেও আগামী বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে। জানা যাচ্ছে অন্তত ২৪টি রাজনৈতিক দলের শীর্ষ নেতা ১৭-১৮ জুলাই কংগ্রেস শাসিত কর্ণাটকের (Karnataka) রাজধানী বেঙ্গালুরুতে (Bengaluru) অনুষ্ঠিত বিরোধী ঐক্য সভার দ্বিতীয় বৈঠকে যোগ দিতে পারেন।

সূত্রের মতে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে যুক্তফ্রন্ট তৈরির জন্য বিরোধী দলগুলির প্রচেষ্টায় আটটি নতুন দল সমর্থন করছে জোটকে। সংবাদমাধ্যম সূত্রে খবর যে ৮টি নতুন দল বিরোধী শিবিরে নাম লেখাচ্ছে সেগুলি হল মারুমালারছি দ্রাবিড় মুনেত্রা কাঝাগাম (MDMK), কঙ্গু দেশা মক্কাল কাচি (KDMK), বিদুথালাই চিরুথাইগাল কাচি (VCK), বিপ্লবী সমাজতান্ত্রিক দল (RSP), অল ইন্ডিয়া ফরোয়ার্ড ব্লক, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (IUML), কেরালা কংগ্রেস, জোসেফ এবং কেরালা কংগ্রেস।

জানা যাচ্ছে, কংগ্রেস সংসদীয় দলের সভাপতি সোনিয়া গান্ধীও বিরোধী দলগুলির বৈঠকে যোগ দেবেন। নতুন যোগ দেওয়া দলগুলির মধ্যে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে কেডিএমকে এবং এমডিএমকে এনডিএ শিবিরের সঙ্গে যুক্ত ছিল। কংগ্রেস পার্টির জাতীয় সভাপতি এবং রাজ্যসভার বিরোধীদলীয় নেতা মল্লিকার্জুন খাড়গে বিরোধী দলের শীর্ষ নেতাদের পরবর্তী ঐক্য সভায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

opposition parties meet

২৩ জুনের বিরোধী জোটের সভার প্রসঙ্গ তুলে খাড়গে বলেন, ‘জোটের প্রথম সভা বেশ সফল ছিল। আমরা ভারতের গণতান্ত্রের বিরুদ্ধে চ্যালেঞ্জের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে সক্ষম হয়েছি। এছাড়াও সর্বসম্মতভাবে পরবর্তী লোকসভা নির্বাচন ঐক্যবদ্ধভাবে লড়াই করে সম্মত হয়েছে’। কংগ্রেস সভাপতি নেতাদের আরও বলেন, ‘আমরা জুলাইয়ে আবার বৈঠকে বসতে চলেছি।’

খাড়গে বৈঠকের আমন্ত্রণ পত্রে লেখেন, ‘আমি বিশ্বাস করি যে গত বৈঠকের বিষয়গুলি নিয়ে আরও গভীরে গিয়ে আলোচনা করতে পারব। আমাদের দেশ যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হচ্ছে তার সমাধান খুঁজতে আমাদের এক সঙ্গে কাজ করতেই হবে।’ খড়গে আরও বলেন, ‘আমি আপনাদের ১৭ জুলাই সন্ধ্যা ৬:০০টা নাগাদ বেঙ্গালুরুতে ডিনার-পরবর্তী বৈঠকে যোগদান করার জন্য অনুরোধ করছি। বৈঠক পরের দিন ১৮ জুলাই সকাল ১১টা, ফের শুরু হবে।

এর আগে আরজেডি প্রধান লালু প্রসাদও বৃহস্পতিবার বলেছিলেন যে তিনি বিরোধী দলগুলির বৈঠকে বেঙ্গালুরু যাবেন। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের আহ্বানে বিরোধী ঐক্যের প্রথম বৈঠক ২৩ জুন পাটনায় অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে 15 টিরও বেশি দল অংশগ্রহণ করেছিল। বৈঠকে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে ছিলেন কংগ্রে সভাপতি মল্লিকার্জুন খার্গ, কংগ্রেসের সিনিয়র নেতা রাহুল গান্ধী, এনসিপি প্রধান শারদ পাওয়ার, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন প্রমুখ।

Sudipto

সম্পর্কিত খবর