বাংলাহান্ট ডেস্ক: বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে অভিনেতা অভিনেত্রীর কমতি নেই। কেউ আসেন ফিল্মি ব্যাকগ্রাউন্ড থেকে, আবার কেউ ‘বহিরাগত’ হয়েই ছাপ ফেলেছেন ইন্ডাস্ট্রিতে। এমন অনেক অভিনেতা রয়েছেন যারা প্রথম ছবিতেই দর্শকদের মনে এমন ছাপ ফেলেছিলেন যে পরবর্তীকালে তারা হারিয়ে গেলেও সিনেপ্রেমীরা ঠিকই মনে রেখেছেন। এই তালিকায় উল্লেখযোগ্য নাম অরবিন্দ স্বামী (Arvind Swamy)।
‘রোজা’ ছবির নাম শুনলেই আপনাআপনি উঠে আসে অরবিন্দ স্বামীর নাম। বলিউডের এই ক্লাসিক ছবির নায়ক ছিলেন তিনি। মূলত দক্ষিণী ছবির অভিনেতা হলেও বলিউডে কয়েকটি ছবি করেই জনপ্রিয় হয়ে উঠেছিলেন অরবিন্দ। রোজা ছবিতে তাঁর অভিনয় এতটাই মনে ধরেছিল সকলের যে এক ছবিতেই খ্যাতি চূড়ায় উঠেছিল তাঁর। কিন্তু বিপুল জনপ্রিয়তা পেয়েও এক সময় অভিনয় জগৎ থেকে হারিয়ে যান অরবিন্দ।
দক্ষিণী ছবির হাত ধরে অভিনয়ে পা রাখেন অরবিন্দ স্বামী। তাঁর প্রথম ছবি ছিল ‘স্থলপতি’। তখন তাঁর বয়স ছিল মাত্র ২০ বছর। মণি রত্নমের পরিচালনায় এই ছবিতে রজনীকান্তের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন অরবিন্দ। প্রথম ছবিতেই নিজের দিকে দর্শকদের নজর টেনে নিতে সক্ষম হন তিনি।
এর পরের বছরেই ১৯৯২ সালে ‘রোজা’ ছবিতে অভিনয় করে খ্যাতির শীর্ষে ওঠেন অরবিন্দ। কিন্তু অদ্ভূত ভাবে এত জনপ্রিয়তা পেয়েও এরপরেই একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি। হঠাৎ করেই অভিনয় ছেড়ে দিয়ে শিক্ষাক্ষেত্রে মনোযোগ দেন অরবিন্দ। উত্তর ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি। আন্তর্জাতিক বাণিজ্যে স্নাতকোত্তর পাশ করেন অরবিন্দ স্বামী।
এরপরে অবশ্য ফের অভিনয়ে ফেরেন তিনি। ১৯৯৫ সালে মুক্তি পায় ‘বোম্বে’। অরবিন্দ স্বামী এবং মনীষা কৈরালা জুটি সুপারহিট হয়। কামব্যাক করেই রোজার পর আবারো জাতীয় পুরস্কার পান অভিনেতা। এরপরে একটানা কাজ করে গিয়েছেন তিনি। কিন্তু নব্বই দশকের শেষের দিকে হঠাৎ কেরিয়ারে পতন হতে শুরু করে অরবিন্দের।
ফের একটি বড় সিদ্ধান্ত নেন অভিনেতা। এবার চিরতরে অভিনয়কে বিদায় জানিয়ে নিজেদের পারিবারিক ব্যবসার দিকে ঝোঁকেন তিনি। এখানেও শুরু থেকেই সাফল্য ছিল তাঁর সঙ্গী। ব্যবসায় হাত দিতেই হু হু করে উন্নতি হতে শুরু করে তাঁর। একাধিক সংস্থার মালিক হয়ে বসেন অরবিন্দ।
২০০৫ সালে তাঁর জীবনে ঘটে যায় দ্বিতীয় বড় ঘটনা। দুর্ঘটনার মুখে পড়ে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন অরবিন্দ স্বামী। চার পাঁচ বছর ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করে জীবনের মূলস্রোতে ফিরে আসতে সক্ষম হন অরবিন্দ। ২০১৩ সালে ‘কাডাল’ ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। এখন অবশ্য সম্পূর্ণ ভাবে ব্যবসাতেই মন দিয়েছেন তিনি। লক্ষ্মী অচলা হয়ে রয়েছেন তাঁর কাছে। জানলে অবাক হবেন, একাই প্রায় ৩৩০০ কোটি টাকার ব্যবসা সামলাচ্ছেন অরবিন্দ স্বামী।