বাংলা হান্ট ডেস্ক : শহর কলকাতার (Kolkata) বুকে ভরদুপুরে প্রকাশ্য শ্যুটআউটের (Kolkata Shootout) ঘটনা ঘটল। লেকটাউনের গ্রিন পার্কে চলল গুলি। বাড়ির সামনে গুলি করে খুন করা হয় দমকল কর্মীকে। ঘটনার আকস্মিকতায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিসের শীর্ষ কর্তারা।
ঘটনাটি ঘটেছে এদিন দুপুরে লেকটাউনে (Lake Town)। প্রত্যক্ষদর্শীদের কথায়, দুষ্কৃতীরা বাইকে করে এসে ওই দমকলকর্মীকে লক্ষ্য করে গুলি চালায়। তারপরই এলাকা ছেড়ে পালিয়ে যায়। গুলি লাগে ওই যুবকের বুকে। গুলি খেয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। রক্তে ভেসে যায় চারিদিক।
আহত যুবককে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় সূত্রে খবর, মৃত দমকলকর্মীর নাম স্নেহাশিস দত্ত। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় লেকটাউন থানার পুলিস।
পুলিস সূত্রে খবর, বছর খানেক আগে দমদমে একবার স্নেহাশিসের ওপর হামলা চালানো হয়েছিল। তাঁর পায়ের কাছে গুলি চালানো হয়েছিল। এদিকে এই হামলার সঙ্গে আগের হামলার কোনও যোগসূত্র রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিস। ঘটনাস্থলের আশপাশে যত সিসি ক্যামেরা রয়েছে সেইসব ফুটেজ খতিয়ে দেখা চলছে।
চলতি বছরের গোড়াতেই কলকাতায় (Kolkata) শ্যুট আউটের (shoot out) ঘটনা ঘটে। মেটিয়াবুরুজের কাছে রাজাবাগান এলাকায় ঘটনাটি ঘটেছে। শুক্রবার মাঝরাতে সেখানে এক মদের আসরে গুলি চালানো হয়। ঘটনার জেরে গুরুতর আহত মহম্মদ টিপু নামের এক যুবক। বর্তমানে তিনি এসএসকেএম হাসপাতালে ভর্তি।
পুলিস জানিয়েছে, বন্ধুদের সঙ্গে মদ্যপান করছিলেন মহম্মদ টিপু। সেইসময় আচমকা পকেট থেকে পিস্তল বের করে নিজের মাথায় গুলি চালান ওই যুবক। গুলিবিদ্ধ ব্যক্তির দুই সঙ্গীকে আটক করা হয় বলে জানা যায়।