ভোট পরবর্তী হিংসার বলি আরও এক! কোচবিহারে খুন বিজেপি কর্মী, অভিযুক্ত শাসক দল

বাংলা হান্ট ডেস্ক : পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election) দেদার হিংসা! ফের মৃত্যু দেখল কোচবিহার (Cooch Behar)। রাজনৈতিক সংঘর্ষে গুরুতর জখম হন এক ব্যক্তি। এদিন প্রাণ গেল তাঁর। জানা যাচ্ছে ওই ব্যক্তি এক বিজেপি (Bharatiya Janata Party) কর্মী। অভিযোগের তির তৃণমূলের (Trinamool Congress) দিকে। অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।

জানা গিয়েছে, মৃত বিজেপি কর্মীর নাম জয়ন্ত বর্মন। তুফানগঞ্জের বাসিন্দা ছিলেন তিনি। কীভাবে মৃত্যু? বিজেপি জেলা সভাপতি সুকুমার বলেন,
জয়ন্ত বর্মন ভোটের আগের দিন, ভোটের প্রচারে বেরিয়েছিলেন। ফেরার সময়ে তৃণমূলের হার্মাদরা তাঁকে মাথায় আঘাত করে। ফেরার সময়ে তৃণমূলের হার্মাদরা তাঁকে মাথায় আঘাত করে। ওখানেই অজ্ঞান হয়ে পড়েছিল’।

   

গুরুতর আহত অবস্থায় ওই বিজেপিকে প্রথমে ভর্তি করা হয় তুফানগঞ্জ হাসপাতালে। এরপর বেশ কয়েকদিন ভর্তি ছিলেন কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে। শেষে কোচবিহারের মেডিক্যাল কলেজে আনার পর, মৃত্যু হয় জয়ন্তের।

bjp flag

এদিকে বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। দলের রাজ্য মুখপাত্র পার্থপ্রতিম রায়ের দাবি, ‘বিজেপি বরাবর তৃণমূলের দিকেই আঙুল তোলে। যেকোনও মানুষ খুন হলেই তাঁকে বিজেপি কর্মী বলে চালিয়ে দেওয়ার প্রচেষ্টা। যেকোনও মৃত্যু অত্যন্ত দুঃখজনক। পুলিস তদন্ত করছে। তৃণমূল কংগ্রেসের কেউ জড়িত নয়’।

পঞ্চায়েত ভোট ঘোষণার থেকেই উত্তপ্ত কোচবিহার। ভোটে প্রচারে তখন জেলায় ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। দিনহাটার ভেটাগুড়ি ২ নম্বর অঞ্চলে ‘আক্রান্ত’ হন তৃণমূল নেতা সুনীল রায় ও দলের কর্মীরা। ব্যবধান ঘণ্টা দেড়েকের। ভেটাগুড়িরই সিঙ্গিজানি এলাকায় তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রার্থী নির্মল বর্মন বাড়ি ও গাড়িতে ভাঙচুর চলে! এবার মৃত্যু হল বিজেপি কর্মীর।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর