বাংলা হান্ট ডেস্ক: বাইক প্রেমীদের পছন্দের তালিকায় Royal Enfield-এর বাইকগুলি একদম প্রথম সারিতেই থাকে। যত দিন এগোচ্ছে ততই বৃদ্ধি পাচ্ছে এই সংস্থার বুলেটের (Bullet) ক্রেজ। বিশেষ করে তরুণদের কাছে বুলেট হল অন্যতম প্রিয় বাইক। এমতাবস্থায়, Royal Enfield বড় চমক নিয়ে আসছে। মূলত, এবার বাজারে থাকা অন্যান্য টু-হুইলার ম্যানুফ্যাকচারারকে টক্কর দেওয়ার জন্য প্ৰস্তুত এই সংস্থা।
এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, 350cc এবং 450cc রেঞ্জের মধ্যে 3 টি নতুন বাইক লঞ্চ করতে চলেছে Royal Enfield। রিপোর্ট অনুযায়ী, নিউ জেনারেশনের Royal Enfield Bullet 350 এই বছরের সেপ্টেম্বরে লঞ্চ হতে পারে। শুধু তাই নয়, এই তালিকায় রয়েছে আরও চমক। আর এই কারণেই ক্রমশ আগ্রহ বৃদ্ধি পাচ্ছে বাইক প্ৰেমীদের মধ্যে।
Royal Enfield-এর আপকামিং বাইক: জানা গিয়েছে, এই বাইক ম্যানুফ্যাকচারার আগামী মাসেই নিউ জেনারেশনের Himalayan (K1G) লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। যদিও, এখনও পর্যন্ত সংস্থা আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কিছু জানায়নি। তবে, যাঁরা 440cc রেঞ্জে কিছু নতুন আপডেটের জন্য অপেক্ষা করছিলেন, কোম্পানি তাঁদের Scram (D4K)-এর মাধ্যমে চমকে দিতে পারে। বর্তমানে এটির ওপর কাজ চলছে। খুব শীঘ্রই এই বাইকটি বাজারে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে।
Royal Enfield-এর 750cc-র বাইক: রিপোর্ট অনুযায়ী, Royal Enfield তার বৈদ্যুতিক L-প্ল্যাটফর্ম এবং R-প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে 750cc-র বাইকের ওপরেও কাজ করছে। শুধু তাই নয়, সংস্থাটির ২০২৫ সালের মধ্যেই এই বাইকটি প্রস্তুত করার সম্ভাবনা রয়েছে।
Harley-Davidson X440: সম্প্রতি Harley-Davidson X440 এবং Triumph Speed 400 বাজারে আসার পরে মিডলওয়েট বাইক সেগমেন্টে প্রতিযোগিতা বেড়েছে। উল্লেখ্য যে, Harley-Davidson X440-র লঞ্চ Hero এবং Harley-র মধ্যে অংশীদারিত্বের মাধ্যমে সম্পন্ন হয়েছে।
এদিকে, বাজাজ অটো এবং Triumph যুক্ত হয়ে অংশীদারিত্বে প্রথম প্রোডাক্ট লঞ্চ করেছে। এমতাবস্থায়, উভয় ক্ষেত্রেই Royal Enfield প্রতিযোগিতার সম্মুখীন হয়েছে। জানিয়ে রাখি যে, Royal Enfield-এর Bullet 350, Classic 340, Hunter 350, Meteor 350 এবং Himalayan 400-র মতো বাইকগুকি তুমুল জনপ্রিয়তা পেয়েছে।