বাংলাহান্ট ডেস্ক : অবশেষে বঙ্গবাসীর জন্য সুসংবাদ এল। পশ্চিমবঙ্গের নতুন একটি রুটে খুব শিগগিরই চালু হতে চলেছে নতুন রংয়ের বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। ইতিমধ্যেই, রুট আর ভাড়া সম্পর্কিত বিস্তারিত তথ্য সামনে এসেছে। ইতিমধ্যেই অবশ্য রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) নিজের টুইটার হ্যান্ডেলে নতুন বন্দে ভারতের অনেক ছবি শেয়ার করেছেন।
জানা গিয়েছে, দুর্গাপুজোর আগেই নতুন রুটে ছুটবে গেরুয়া রংয়ের বন্দে ভারত। হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার কথা জানিয়েছেন রাঁচির সাংসদ সঞ্জয় শেঠ। সম্প্রতি রাঁচির সাংসদের পক্ষ থেকে বলা হয় যে, ঝাড়খণ্ড শীঘ্রই রাঁচি এবং হাওড়া স্টেশনগুলিকে সংযুক্ত করার জন্য আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস পাবে।
তিনি জানান, “রাঁচি ও পাটনার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস রাজ্যের পর্যটন ও বাণিজ্যকে বড় উৎসাহ দেবে। যাইহোক, এটি একমাত্র হতে যাচ্ছে না। আরেকটি বন্দে ভারত এক্সপ্রেস রাঁচি এবং হাওড়া রেলস্টেশনের মধ্যে চলাচল করবে। এই বছর দুর্গাপূজার আগে এই ট্রেন চালু করা হবে।“ ফলে, কলকাতাবাসীর পক্ষ ঝাড়খণ্ড ভ্রমণ সহজসাধ্য হবে।
সূত্রের খবর, সপ্তাহে ছয়দিন ভোর ৫টা ২০ মিনিটে রাঁচি থেকে ছাড়বে বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়ায় ট্রেনটি ঢুকবে সকাল ১১ টা ৫৫ মিনিটে। আবার ফিরতি পথে দুপুর ৩ টে ৩০ মিনিটে হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেস ছাড়বে। রাঁচিতে পৌঁছাবে রাত ১০ টা ১০ মিনিটে। সব মিলিয়ে বলা যায়, এই ট্রেন হাওড়া-রাঁচি-হাওড়া পৌঁছাতে সময় লাগবে ৬ ঘণ্টা ৩০ থেকে ৪০ মিনিট মতো।
প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে ভারতীয় রেলের (Indian Railways) এই এক্সপ্রেস ট্রেনটি (Train) নীল সাদার পাশাপাশি গেরুয়া রঙেও দেখা যাবে। এই রং প্রসঙ্গে রেলমন্ত্রী বৈষ্ণব বলেন, “গেরুয়া রঙটি তিরঙ্গা থেকে অনুপ্রাণিত। যাইহোক, এটি কেবল রঙ পরিবর্তন করা হয়নি। রঙের পাশাপাশি বদলে গেছে নতুন বন্দে ভারতের স্টাইলও।” একই সঙ্গে নতুন কিছু ফিচারও যুক্ত করার কথাও বলা হয়েছে।