বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা তারকা কে? এই প্রশ্নের উত্তরে শতকরা ৯০ শতাংশ মানুষই একটাই উত্তর দেবে। আর সেই উত্তর হলো সচিন টেন্ডুলকার (Sachin Tendulkar) । বিশ্ব ক্রিকেটের ইতিহাসে তার মতো সেরা ব্যাটার খুব কমই দেখা যায়। ১৯৮৯ সালে অভিষেকের পর ২০১৩ সালে সচিন টেন্ডুলকার ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। বর্তমানে তার নিজের পুত্র অর্জুন টেন্ডুলকার (Arjun Tendulkar), যিনি একজন বাঁ-হাতি পেসার ও ব্যাটার, তিনি নিজের পরিবারের ক্রিকেটের ধারা থেকে এগিয়ে নিয়ে চলার চেষ্টা করছেন।
অনেকেই হয়তো শুনে থাকবেন যে ছাত্র জীবনে একজন উজ্জ্বল স্টুডেন্ট ছিলেন না সচিন টেন্ডুলকার। মুম্বাইয়ের একটি বিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণী অবধি শিক্ষা গ্রহণ করতে পেরেছিলেন তিনি। বর্তমানে গোয়া ও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ক্রিকেট খেলা সচিন পুত্র অর্জুন টেন্ডুলকারের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আজকে আমাদের এই প্রতিবেদন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলা অর্জুন টেন্ডুলকারের বোলিং অনেকেই প্রথমবার দেখেছেন গত মরশুমে। সেই মরশুমে কয়েকটি ম্যাচ খেলে ভালোই বোলিং করেছিলেন তিনি। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচটি বাদ দিলে অভিষেকের আইপিএল মরশুমটা খুব একটা খারাপ কাটেনি তার, তা সকলেই জানেন। তবে অনেকেই যেটা জানে না সেটা হল তার শিক্ষাগত যোগ্যতা।
দেখা গিয়েছে যে সচিনের পুত্র অর্জুন টেন্ডুলকার তার বাবার মতো শুধুমাত্র দ্বাদশ শ্রেণী পর্যন্ত থেকে নিজের শিক্ষা জীবন শেষ করেননি। মুম্বাই ইন্ডিয়ান্সের তরুণ পেসার দেশের একটি মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকও করেছেন। অর্জুন টেন্ডুলকার মুম্বাইয়ের ধিরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেছেন। এরপর তিনি মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছেন। তবে তিনি কোন বিষয়ে স্নাতক এই সম্পর্কে বিশেষ কোন তথ্য পাওয়া যায় না।
অর্জুন টেন্ডুলকারও বাবা সচিন টেন্ডুলকারের মতো একজন মহান ক্রিকেটার হওয়ার পথে এগিয়ে যেতে চান, সেই বিষয় নিয়ে কোনও সন্দেহ নেই। যেহেতু তিনি একজন ভারতীয় কিংবদন্তির পুত্র তাই তার ওপর সবসময়ই কিছুটা বাড়তি নজর থাকে সকলের। তা সত্ত্বেও এখনো অবধি নিজের পা মাটিতে রেখেই এগোচ্ছেন অর্জন।