বাংলাহান্ট ডেস্ক: নেপোটিজম (Nepotism) দোষে দুষ্ট বলিউড (Bollywood)। বাবা মা তারকা হলেই সন্তানও পা রাখবেন অভিনয়েই। পরিচিত হবেন তারকা সন্তান হিসাবে। তাদের আলাদাই খাতিরদারি। কিন্তু কয়েনের একটা উলটো পিঠও তো রয়েছে। সবসময় নেপোটিজম কার্ড খেলে যে বাজিমাত করা যায় না এমন উদাহরণও প্রচুর রয়েছে বলিউডে।
বাবা মা খ্যাতনামা তারকা, সন্তানও পা রেখেছিলেন বলিউডে। কিন্তু নেপোটিজম ম্যাজিক চলেনি। শেষমেষ হারিয়েও গিয়েছেন তারা ইন্ডাস্ট্রি থেকে। উদয় চোপড়া (Uday Chopra) থেকে মহাক্ষয় চক্রবর্তী (Mahakshay Chakraborty), দেখে নিন এই ব্যতিক্রমীদের তালিকায় কারা কারা আছেন-
উদয় চোপড়া– প্রবাদপ্রতিম পরিচালক যশ চোপড়ার (yash chopra) ছেলে উদয় চোপড়া। অথচ হাতে গুনে বলে দেওয়া যাবে মোট কটি ছবিতে অভিনয় করেছেন তিনি। ‘ধুম’ সিরিজের তিনটি ছবি ও ‘মহব্বতে’ ছাড়া আর খুব কম ছবিতেই তাঁর উপস্থিতি মানুষ মনে রেখেছে। এত বিখ্যাত একজন পরিচালকের ছেলে হয়েও বলিউড থেকে গায়েব হয়ে গিয়েছেন উদয় চোপড়া।
সুরজ পাঞ্চোলি– অভিনেতা আদিত্য পাঞ্চোলির ছেলে তিনি। আথিয়া শেট্টির বিপরীতে হিরো ছবিতে তাঁকে লঞ্চ করেছিলেন সলমন খান। সে সময়ে অভিনেত্রী জিয়া খানের খুনের মামলায় গ্রেফতারও হয়েছিলেন সুরজ। ফ্লপ হয় হিরো। তারপর আরো একটি ফ্লপ ছবিতে কাজ করে হারিয়ে যান সুরজ।
অধ্যয়ন সুমন– অভিনেতা শেখর সুমনের ছেলে ২০০৮ সালে হাল-এ-দিল ছবির মাধ্যমে ডেবিউ করেছিলেন। তারপর কঙ্গনা রানাওয়াতের সঙ্গে নাম জড়ায় তাঁর। সেটাই ছিল তাঁর বলিউড কেরিয়ারের অন্ত।
হরমন বাওয়েজা– হ্যারি বাওয়েজার ছেলে তিনি। হৃতিক রোশনের সঙ্গে সামঞ্জস্য থাকায় বেশ পরিচিতিও পেয়েছিলেন। কিন্তু তাঁর ছবিগুলির চিত্রনাট্যের দোষে বলিউডে জায়গা করতে পারেননি হরমন।
মহাক্ষয় চক্রবর্তী– সুপারস্টার মিঠুন চক্রবর্তীর ছেলে। কিন্তু দর্শকদের অত্যন্ত হতাশ করেছিলেন মহাক্ষয়। জিমি ছবির হাত ধরে ডেবিউ করেছিলেন তিনি। প্রথম ছবিই মুখ থুবড়ে পড়েছিল তাঁর। জঘন্য অভিনয়ের জন্য শেষমেষ কাজ পাওয়া বন্ধ হয়ে যায় মহাক্ষয়ের
সব ‘দায়’ সংবাদ মাধ্যমের! RG Kar কান্ড নিয়ে বিস্ফোরক ফিরহাদ, বললেন…