চন্দ্রযান-৩ অভিযানের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে এই বাঙালি বিজ্ঞানী, তাঁর কাজ জানলে গর্ব করবেন

বাংলাহান্ট ডেস্ক : চন্দ্রযান ২ – এ বাঙালি বিজ্ঞানীর অবদান ছিল আমরা সকলেই জানি। এবার চন্দ্রযান তিনের (Chandrayaan 3) সাথেও যুক্ত হল বাংলার নাম। ইসরোতে প্রথম থেকেই বাঙালি বিজ্ঞানীদের তাৎপর্য লক্ষণীয়। তাই প্রত্যেকটি মহাকাশ অভিযানে কোনো না কোনো বাঙালি বিজ্ঞানীর অবদান লক্ষ্য করা যায়।

হুগলির বিজ্ঞানী চন্দ্রকান্ত কুমার চন্দ্রযান দুই অভিযানের সময় রাতারাতি খবরের শিরোনামে চলে আসেন। সেই অভিযানের এন্টেনার ডিজাইন ঠিক করেছিলেন চন্দ্রকান্ত বাবু। চন্দ্রযান তিন অভিযান শুরু হতেই এবার খবরের শিরোনামে আরো এক বাঙালি বিজ্ঞানী উত্তর দিনাজপুরের ইসলামপুরের অনুজ নন্দী। উত্তর দিনাজপুরের এই বিজ্ঞানীর অভূতপূর্ব এই সাফল্য এখন দিনাজপুরবাসীর গর্বের বিষয়।

আশ্রম পাড়ার বাসিন্দা এই বাঙালি বিজ্ঞানীর নাম যুক্ত হয়ে গেছে ঐতিহাসিক চন্দ্রযান তিন অভিযানের সাথে। ইসলামপুর উচ্চ বিদ্যালয় থেকে উত্তীর্ণ হওয়ার পর অনুজ বিজ্ঞানে স্নাতক করেন রায়গঞ্জ কলেজ থেকে। গত ৮ বছর ধরে ইসরোতে কাজ করছেন অনুজ। গত একমাস আগে অনুজ উত্তর দিনাজপুরের বাড়িতে আসেন।

isro chandrayaan 3

এরপর গতকাল চন্দ্রযান তিনের পৃথিবী কক্ষে সফলভাবে স্থাপনের পর তার কথা হয় পরিবারের সাথে। কেমন হবে চন্দ্রযান তিনের ক্যামেরা ডিজাইন? তা ঠিক করার দায়িত্বেই ছিলেন উত্তর দিনাজপুরের অনুজ। ঐতিহাসিক এই মহাকাশ অভিযানে বাঙালির নাম ফের যুক্ত হওয়ায় স্বাভাবিকভাবেই গর্বিত গোটা বাংলা।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর