ব্যর্থ পুতিনের ব্রহ্মাস্ত্র! বাঁচার জন্য এবার ভারতের দ্বারস্থ রাশিয়া, কিনতে পারে ব্রহ্মস, জানুন কেন

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড়সড় তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে যে, এবার ভারত (India) রাশিয়াকে (Russian) ব্রহ্মস মিসাইল (BrahMos Missile) বিক্রির বিষয়ে ভাবনাচিন্তা করছে। মূলত, এটি দীর্ঘ সময় ধরে চলা দুই মিত্রদেশের মধ্যে ভূমিকার একটি বড় পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ এখনও পর্যন্ত ভারত রাশিয়ার কাছ থেকে অস্ত্র গ্রহণ করত। তবে, এবার সেখানেই পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য যে, দুই দেশই যৌথভাবে এই সুপার ডেস্ট্রাকটিভ অস্ত্র তৈরি করেছে। এই প্রসঙ্গে BrahMos Aerospace-এর CEO এবং MD অতুল দিনকার রানের মতে, তাঁর কোম্পানি এয়ার-লঞ্চড ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য বাজার হিসেবে রাশিয়াকে বিবেচিত করছে। পাশাপাশি, তিনি দাবি করেছেন যে, রাশিয়ার কাছে বর্তমানে এই পর্যায়ের কোনো অস্ত্র নেই।

তিনি বলেন, রাশিয়া যদি এটি আগে কিনে নিত, তাহলে বর্তমান পরিস্থিতিতে (ইউক্রেন যুদ্ধ) তাদের ব্যবহার করার মতো অনেক কিছু থাকত। এছাড়াও, তিনি জানান, “ইউরোপে এখন যা চলছে তা শেষ হয়ে গেলে আমরা রাশিয়া থেকে কিছু অর্ডার পেতে পারি। বিশেষ করে এয়ার-লঞ্চড ব্রহ্মসের জন্য।”

উল্লেখ্য যে, রাশিয়া তার P-800 Oniks ক্ষেপণাস্ত্রের মতো ব্রহ্মসের ব্যবহার করতে পারে। P-800 ব্রহ্মসের আগে সোভিয়েত আমলে নির্মিত হয়েছিল। এছাড়াও, P-800-কে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র (Anti-Ship Cruise Missile) হিসাবে ডিজাইন করা হয়েছে। পাশাপাশি, সিরিয়া এবং ইউক্রেনের স্থলে থাকা লক্ষ্যবস্তুর বিরুদ্ধে এটির ব্যবহার করা হয়েছে।

কিনতে বাধ্য হতে পারে রাশিয়া: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ব্রহ্মসের এবং Oniks-এর পারফরম্যান্স প্রায় একই। বর্তমানে রাশিয়ার প্রতিরক্ষা খাতে কম ফান্ডিং, দুর্নীতি, নির্মাণের ক্ষেত্রে দেরি এবং পশ্চিমি নিষেধাজ্ঞার কারণে সমস্যার ফলে রাশিয়া ভারত থেকে ব্রহ্মস কিনতে বাধ্য হতে পারে। এদিকে, রাশিয়া ইউক্রেনে ব্রহ্মস ব্যবহার করলে পশ্চিমি দেশগুলির কাছে ক্ষেপণাস্ত্র মোকাবিলায় এই সমতুল্য কোনো অস্ত্র থাকবে না। উল্লেখ্য যে, পশ্চিমি ক্রুজ মিসাইল স্টর্ম শ্যাডো একটি সাবসনিক ডিজাইনের মিসাইল। যা এয়ার ডিফেন্স ভেদ করার জন্য স্টিলথ এবং ম্যানুভারেবিলিটির সুবিধা নেয়।

Russia can buy Brahmos missiles from India for this reason

রাশিয়ার ক্ষেপণাস্ত্রের খারাপ পারফরম্যান্স: তবে, বর্তমানে ইউক্রেন যুদ্ধে ব্রহ্মস কোনো কৌশলগত প্রভাব ফেলতে পারবে না। বরং, এটি কেবল পশ্চিমি দেশগুলিকে ইউক্রেনে আরও মারাত্মক অস্ত্র সরবরাহ করতে অনুপ্রাণিত করবে। ইতিমধ্যেই রাশিয়ার Kinzhal মিসাইল ইউক্রেনে খারাপ পারফরম্যান্স প্রদর্শন করেছে। যার কারণে রাশিয়া ভারত থেকে ব্রহ্মস কিনতে বাধ্য হতে পারে। এদিকে মডার্ন ওয়ার ইনস্টিটিউটের একটি নিবন্ধ অনুসারে, Kinzhal মিসাইল একটি কঠিন জ্বালানিযুক্ত রকেট মোটর ব্যবহার করে। যেটির উড়ানের সময় গতি কমানো বা ধ্বংস করা যায় না।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর