বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিশ্বকাপ জয়ের পর মরশুম শেষে কাটিয়েছেন ইউরোপিয়ান ফুটবলের মায়া। এবার থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের “মেজর লিগ সকার” টুর্নামেন্টে ইন্টার মায়ামীর (Inter Miami) হয়ে খেলতে দেখা যাবে লিওনেল মেসিকে (Lionel Messi)। মরশুম শেষ হওয়ার পর ছুটি কাটিয়ে নিজের পরিবার নিয়ে আমেরিকায় পৌঁছে গেছেন মেসি। কিন্তু সেখানেই এবার তিনি রক্ষা পেলেন একটি মারাত্মক দুর্ঘটনার হাত থেকে।
লিওনেল মেসির গাড়ি সম্প্রতি ট্রাফিক লাইটের বাঁধা না মেনে এমন একটি জায়গায় পৌঁছে দিয়েছিলেন যেখান থেকে তার অত্যন্ত বড় এবং গুরুতর দুর্ঘটনার সম্মুখীন হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু সৌভাগ্যবশত রাস্তার অন্যান্য গাড়িগুলি সতর্ক থাকায় মারাত্মক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান মেসি।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে দেখা গিয়েছে লিওনেল মেসির গাড়ি ট্রাফিক আইন ভঙ্গ করার পর এবং মারাত্মক দুর্ঘটনার হাত থেকে বেঁচে যাওয়ার পর একটি পুলিশের গাড়ি সেই ঘটনাস্থল থেকে মেসির গাড়িকে পথ দেখিয়ে নিরাপদ স্থানে পৌঁছে দিচ্ছে। যদিও মেসি নিজেই সেই গাড়ি চালাচ্ছিলেন কিনা সেই ব্যাপারে কোনও স্পষ্ট ধারনা এখনো পাওয়া যায়নি।
🚨 | Messi went through a red light. 😭Luckily he was being escorted home by a Florida State Police car.
— FCB Albiceleste (@FCBAlbiceleste) July 14, 2023
অসংখ্য করা হচ্ছে নতুন ক্লাবের হয়ে জুলাই মাসেই মাঠে দেখা যাবে মেসিকে। ইউরোপের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের ফুটবল মরশুম আগস্ট বা সেপ্টেম্বর মাস থেকে আরম্ভ হয় না। মেসি বলতে গেলে মরশুমের মাঝ পথেই যোগ দিয়েছেন মেজর লিগ সকারে। এই মুহূর্তে তার ক্লাব ইন্টার মায়ামী ইস্টার্ন লিগের পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে। মেসি যোগ দিয়ে ক্লাবটির ভাগ্য ফেরাতে পারেন কিনা সেদিকে নজর থাকবে সকলের।
গত দুই বছরে দেশের জার্সিতে সমস্ত ট্রফি জিতে ফেলেছেন মেসি। কিন্তু তার সিনিয়র ফুটবল জীবনের দ্বিতীয় ক্লাব পিএসজির যার সাথে তার পারফরম্যান্স একেবারেই মেসি সুলভ ছিল না। ফ্রেঞ্চ লিগে পিএসসির মতো কোনো তারকা সমৃদ্ধ দল না থাকায় এবং তার দলে এমবাপ্পে ও নেইমারের মত দুই ফরোয়ার্ড থাকায় প্রচুর অ্যাসিস্ট পেয়েছেন মেসি। কিন্তু বড় ম্যাচে বা শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে তিনি ক্লাব জার্সিতে কিছুটা নিষ্প্রভই ছিলেন।