বাংলাহান্ট ডেস্ক: সেই করোনার সময় থেকে যে মৃত্যু মিছিল শুরু হয়েছে বলিউডে (Bollywood), তা থামার কোনো নামই নেই। কিছু দিন অন্তর অন্তর একেক জন তারকার মৃত্যুর খবর পরিবেশ ভারী করে তুলছে ইন্ডাস্ট্রিতে। এবার একসঙ্গে দু দুজন অভিনেতার মৃত্যু স্তব্ধ করে দিল বলিউডকে। প্রয়াত মরাঠি অভিনেতা রবীন্দ্র মহাজনী (Ravindra Mahajani) এবং ‘লাপতাগঞ্জ’ কমেডি শো খ্যাত অরবিন্দ কুমার (Arvind Kumar)। দুই তারকার মৃত্যুতে হতভম্ব বিনোদুনিয়া।
পুণের অম্বি গাঁওতে নিজের ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায় রবীন্দ্রকে। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। অন্যদিকে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন অরবিন্দ কুমার। শুটিংয়ের উদ্দেশে যাওয়ার সময়ে আচমকাই হৃদরোগে আক্রান্ত হন তিনি। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তবুও শেষরক্ষা করা যায়নি। হাসপাতালে পৌঁছালে তাঁকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
কমেডি শো ‘লাপতাগঞ্জ’এ চৌরাশিয়ার ভূমিকায় অভিনয় করতেন অরবিন্দ। এছাড়াও ক্রাইম পেট্রল, সাবধান ইন্ডিয়ার মতো শোতেও দেখা গিয়েছে তাঁকে। অরবিন্দের স্ত্রী তাঁর মৃত্যু সংবাদের সত্যতা স্বীকার করেছেন।
রবীন্দ্র মহাজনী মরাঠি ইন্ডাস্ট্রির বেশ পরিচিত মুখ ছিলেন। বিভিন্ন চরিত্রে তাঁর অভিনয় চিরদিন দর্শকদের মনে গেঁথে থাকবে। একই সঙ্গে বিনোদন জগতের দুই নক্ষত্রের পতনে শোকের কালো ছায়া নেমে এসেছে ইন্ডাস্ট্রিতে। দুই তারকার মৃত্যুতে শোকপ্রকাশ করা হয়েছে বলিউডের একাধিক সদস্যের তরফে।
প্রসঙ্গত, করোনা কালের সময় থেকেই যেন বলিউডে মড়ক লেগেছে। একের পর এক অভিনেতা অভিনেত্রীর মৃত্যুতে মাঝে মধ্যেই থমকে যাচ্ছে ইন্ডাস্ট্রির কার্যকলাপ। এই কয়েক বছরে একাধিক তারকার মৃত্যুর সাক্ষী থেকেছে এই বলিউড ইন্ডাস্ট্রি। শুধু প্রবীণ অভিনেতা অভিনেত্রীরাই নয়, তরুণরাও ঢলে পড়েছেন মৃত্যুমুখে। বেশিরভাগ সময়েই কারণ থেকেছে হৃদরোগ। এই মৃত্যু মিছিল বন্ধ হোক দ্রুত, কামনা সকলের।