পৃথিবীর সবথেকে সুখী প্রাণীর নাম বলতে পারবেন? উত্তর জানলে অবাক হয়ে যাবেন আপনি

বাংলাহান্ট ডেস্ক : চাকরির জন্য আমাদের সবাইকে ইন্টারভিউ (Interview) রাউন্ডে বসতে হয়। ইন্টারভিউ রাউন্টে পরীক্ষকরা আমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন। এই প্রশ্নগুলির সাধারণ জ্ঞানের বই থেকেই ধরা হয়। তবে এই বিষয়ে আমাদের চর্চা না থাকলে সেগুলোর উত্তর দেওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। তাই আমরা বিভিন্ন প্রতিবেদনে ইন্টারভিউ রাউন্ডের প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করছি। আপনারাও আগে থেকে এই ধরনের প্রশ্ন ও উত্তরগুলি দেখে রাখুন।

১) প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী প্রাণী কোনটি?
উত্তরঃ পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী প্রাণীটি হলো কচ্ছপ। একটি কচ্ছপ ২০০ বছরেরও বেশি সময় ধরে বাঁচতে পারে।

২) প্রশ্নঃ মানুষের কোন অংশ বিদ্যুৎ উৎপন্ন করতে পারে?
উত্তরঃ বিশেষ গবেষণায় দেখা গেছে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্ক ১২ থেকে ১৫ ওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম।

৩) প্রশ্নঃ কোন প্রাণীর মৃত্যু হয় না?
উত্তরঃ জেলিফিশ (Jellyfish) একমাত্র প্রাণী যে নিজে থেকে কখনো মারা যায় না। এই কারণে একে অমর প্রাণীও বলা হয়। আসলে এরা এদের লালার মাধ্যমে বার্ধক্যকে ঠেকিয়ে রাখে।

৪) প্রশ্নঃ ভারতের প্রথম চন্দ্রযান মিশন কবে হয়?
উত্তরঃ ভারত ২০০৮ সালের ২২ অক্টোবর প্রথমবার চাঁদগামী মহাকাশযান চন্দ্রযান-১ (Chandrayaan-1) উৎক্ষেপণ করে।

৫) প্রশ্নঃ কোন দেশে কালো চশমা না পরে গাড়ি চালালে ফাইন দিতে হয়?
উত্তরঃ স্পেনের ট্রাফিক নিয়ম অনুযায়ী, আপনি যদি কালো সানগ্লাস না পরে গাড়ি চালান তবে আপনাকে জরিমানা দিতে হবে। এখানকার সরকার মনে করেন সানগ্লাস পরে গাড়ি চালালে রোদের আলোয় সড়কে যেকোনো দুর্ঘটনা রোধ করা যায়।

interview

৬) প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে দরিদ্র দেশ কোনটি?
উত্তরঃ বুরুন্ডি (Burundi) বিশ্বের সবচেয়ে হতদরিদ্র দেশগুলির মধ্যে শীর্ষে রয়েছে। এদেশে ১ কোটি ২০ লাখ মানুষ বাস করেন, যার মধ্যে ৯০ শতাংশ মানুষের জীবিকা নির্বাহ করে কৃষিকাজের উপর।

৭) প্রশ্নঃ কোন দেশের হোটেলে বানররা ওয়েটার হিসেবে কাজ করে?
উত্তরঃ জাপানের রাজধানী টোকিওর (Tokyo) কায়াবুকিয়া রেস্তোরা। এই হোটেলের বিশেষত্ব হলো এখানে খাবার পরিবেশন এর কাজটি মালিকের অনুগত বানররা করে থাকে।

৮) প্রশ্নঃ কেন ট্রেনের শেষ বগিতে ‘X’ চিহ্ন থাকে?
উত্তরঃ ট্রেনের শেষ বগিতে ‘X’ চিহ্নের অর্থ হলো এটি ট্রেনের শেষ বগি। যা দেখে রেল কর্মীরা বুঝতে পারেন, ওই ট্রেনটি সমস্ত বগিগুলো নিয়েই চলছে।

৯) প্রশ্নঃ কোন নদী ঋতু অনুযায়ী তার রঙ পরিবর্তন করে?
উত্তরঃ এই নদীর নাম ক্যানো ক্রিস্টাল (Cano Cristal), যা কলম্বিয়াতে প্রবাহিত। প্রতিটি ঋতুতে এর রঙ পরিবর্তন করে। একে ৫ রঙের নদী বা তরল রংধনুও বলা হয়।

১০) প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে সুখী প্রাণী কোনটি?
উত্তরঃ কোওক্কা (Quokka), এদের মুখে সবসময় হাসি লেগে থাকে, যে কারণে পৃথিবীর সবচেয়ে সুখী প্রাণী বলা হয়েছে। এটি পশ্চিম অস্ট্রেলিয়ার জলাভূমি এবং বনাঞ্চলে পাওয়া যায়।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর