শক্তিবৃদ্ধি বিজেপির, লোকসভা নির্বাচনের আগে NDA-তে যোগ এই দলের! বড় ঝটকা বিরোধী শিবিরে

বাংলা হান্ট ডেস্কঃ ২০২৪ সালের আসন্ন লোকসভা নির্বাচনের (Lok Sabha Election) আগে বিরোধীদের আরেকটি বড় ধাক্কা দিয়েছে ভারতীয় জনতা পার্টি (Bharatiya Janata Party)। ওম প্রকাশ রাজভরের (Om Prakash Rajbhar) সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি আবারও NDA-তে যোগ দিল। শনিবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে দেখা করেন ওম প্রকাশ রাজভর।

রবিবার সকালে টুইট করে এ কথা নিজেই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহ টুইট করে লিখেছেন যে, তিনি দিল্লিতে ওম প্রকাশ রাজভরের সাথে দেখা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজভর। আমি তাকে এনডিএ পরিবারে স্বাগত জানাই।

উল্লেখ্য, রাজভরের আগমন উত্তরপ্রদেশে এনডিএ যে আরও শক্তিশালী হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। রাজভরের এই সিদ্ধান্তের জেরে উত্তরপ্রদেশে প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি বড়সড় ঝটকা খেয়েছে। এছাড়াও উত্তর প্রদেশের প্রাক্তন শাসক দল বহুজন সমাজ পার্টিও এই কারণে ব্যাকফুটে চলে গিয়েছে।

বহুদিন ধরেই রাজনৈতিক মহলে আলোচনা ছিল যে ওপি রাজভর আবার বিজেপির সঙ্গে যাবেন। এমন পরিস্থিতিতে বিজেপির সঙ্গে জোটের জল্পনার অবসান ঘটিয়ে শনিবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন ওমপ্রকাশ রাজভর। এই বৈঠকে রাজভরের বড় ছেলে ডাঃ অরবিন্দ রাজভর ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

Koushik Dutta

সম্পর্কিত খবর