ভারতীয় অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি শতরান এই ৪ ক্রিকেটারের! তালিকায় রয়েছে একটি চমক

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ক্রিকেট খেলায় একজন অধিনায়কের মধ্যে দুটি ভিন্নধর্মী বৈশিষ্ট্য মাঝেমধ্যেই দেখতে পাওয়া যায়। প্রথমটি হল তারা সামনে থেকে নিজেদের পারফরম্যান্সের মধ্য দিয়ে নেতৃত্ব দিয়ে ম্যাচ জেতান। এক্ষেত্রে হয়তো ওই নির্দিষ্ট ম্যাচে উর্বর মস্তিষ্কের প্রয়োগের খুব একটা প্রয়োজন পড়ে না। দ্বিতীয় ক্ষেত্রে অধিনায়ক নিজে ভালো পারফরম্যান্স না করতে পারলেও নিজের দলকে এমন ভাবে নেতৃত্ব দেন যার ফলে তারা সুফল আনতে সক্ষম হন। তবে আজকে আমাদের আলোচনা তাদের প্রথম বৈশিষ্ট্যটা নিয়ে।

ভারতীয় ক্রিকেট নিজেদের দীর্ঘ ইতিহাসে বেশ কিছু সফল অধিনায়কের নেতৃত্ব পেয়েছে। আজ আমাদের প্রতিবেদনে ক্রিকেটের সবচেয়ে পুরোনো ও আভিজাত্যপূর্ণ ফরম‍্যাটে যে সমস্ত ব্যাটাররা ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন, তাদের মধ্যে কারা অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি শতরান করেছেন সেটা দেখে নেব।

৪. মহেন্দ্র সিংহ ধোনি: আন্তর্জাতিক ক্রিকেটে মহেন্দ্র সিংহ ধোনি মোট ১৬ টি শতরান করেছেন। তার মধ্যে ৬টি এসছে টেস্টে এবং বাকি দশটি এসেছে তার প্রিয় ফরম্যাট ওডিআইতে। তিনি সাত বছর ভারতীয় টেস্ট দলকে এবং দশ বছর ভারতীয় ওডিআই দলকে নেতৃত্ব দিয়েছেন। এই সময় সব ফরমেট মিলে তার ব্যাট থেকে এসেছে ৬ টি শতরান। যদি ধোনি ভক্তদের বেছে নিতে বলা হয় তাহলে হয়তো তারা ভারতের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে খেলা দ্বীপাক্ষিক সিরিজের শতরানটি-কেই তার অধিনায়ক হিসেবে সেরা শতরান হিসেবে বেছে নেবেন। যদিও ভারতীয় দল সেই ম্যাচটি জিততে পারেনি।

out rohit

৩. রোহিত শর্মা: তিনি ধারাবাহিকভাবে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন মাত্র দু বছর ধরে। তারপরেও এই তালিকায় চলে এসেছেন তিনি। অধিনায়ক হিসেবে রোহিত শর্মা করেছেন ৭ টি শতরান। নিজের আর তোর সাথে ক্যারিয়ারে তিন ফরম্যাট মিলিয়ে তার নামের পাশে রয়েছে ৪৪ সেঞ্চুরি। তবে নেতা হিসেবে এখনো বড় মঞ্চে ভারতীয় দলকে শতন করে ম্যাচ জেতানোর কীর্তি করেন গড়েননি,হিটম্যান।

২. সৌরভ গঙ্গোপাধ্যায়: অনেকেই স্বীকার করে নেন যে অধিনায়ক হওয়ার পর ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর পারফরম্যান্সে কিছু খামতি এসেছিল। হয়তো নিজের পারফরম‍্যান্সের উন্নতি ঘটনার বদলে দলের চিন্তা বড্ড বেশি করতেন তিনি। নিজের কেরিয়ারের ওই ফরম্যাট মিলিয়ে করা ৩৮ টি শতরানের মধ্যে ১২ টি এসেছে অধিনায়ক হিসেবে। তারমধ্যে হয়তো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মাটিতে খেলা ১৪৪ রানের ইনিংসটি তার অধিনায়কত্বের সময়ের সেরা শতরান হিসেবে গণ্য হবে।

১. বিরাট কোহলি: অবশ্যই সবচেয়ে সফল ভারত অধিনায়ক নয়। যদিও অধিনায়ক হিসেবে তার সাফল্য একেবারেই কম বলা যাবে না। ভারতের এই রান মেশিন নিজের কেরিয়ারের শেষ কয়েক বছরে কিছুটা ছন্দ হারালেও তার নামের পাশে রয়েছে ৭৫টি আন্তর্জাতিক শতরান। এর মধ্যে অধিনায়ক হিসেবে তিনি ২৮ টি শতরান করেছেন। অর্থাৎ তালিকায় বাকিদের সকলের শতরান সংখ্যা একসঙ্গে যোগ করলেও বিরাট কোহলির থেকে পিছিয়ে থাকবেন তারা এই ক্ষেত্রে।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর