আন্ডারপাসে হাঁটবে পশুরা, উপরের ব্রিজে চলবে গাড়ি! অনন্য ‘হাইওয়ে’র ব্যবস্থা ভারতের এই জঙ্গলে

বাংলাহান্ট ডেস্ক : যত দিন যাচ্ছে ততই প্রগতির পথে এগিয়ে চলেছে আমাদের দেশ ভারত। ভারতের বিভিন্ন প্রান্তে তৈরি করা হচ্ছে রাস্তা, ব্রিজ। জঙ্গলের মধ্যে দিয়েও সেই রাস্তার কিছুটা অংশ যায়। কিন্তু সেক্ষেত্রে বড় সমস্যা দেখা যায় একটা। অনেক সময় ওই রাস্তায় গাড়ি চলাচল করলে জঙ্গলের প্রাণীরা যানবাহন দ্বারা আহত বা নিহত হয়।

এছাড়াও থাকে জঙ্গলের ক্ষতি হওয়ার আশঙ্কা।এবার তাই একটি অনন্য পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। জঙ্গলের মধ্যে দিয়ে যাবে দিল্লি থেকে দেরাদুনগামী এক্সপ্রেসওয়ের (Delhi-Dehradun Expressway) বিস্তীর্ণ অংশ। সেই অংশটিকে উড়ালপুলের আকারে তৈরি করা হচ্ছে মাটির উপর। রাস্তা ও রেল পথ একসাথে তৈরি করা হবে এই উড়ালপুলের মধ্যে।

যানবাহন যাতায়াত করবে এই করিডরের মাধ্যমে। এর ফলে নিচ দিয়ে চালা হাতি সহ অন্যান্য প্রাণীদের কোনও রকম অসুবিধা হবে না। ন্যাশনাল হাইওয়ে অথরিটি (NHAI) এর আধিকারিকরা জানাচ্ছেন, এই করিডোরটি নির্মাণ করা হবে উত্তরাখণ্ডে। ১২ কিলোমিটার দৈর্ঘ্যের এই করিডোরটি রাজাজি জাতীয় উদ্যানের (Rajaji National Park) কাছে নির্মিত হবে।

সব মিলিয়ে এই অনবদ্য হাইওয়ে তৈরীর ফলে গাড়ি চালকদেরও অনেকখানি সুবিধা হবে। এখানে থাকবে ছয় লেনের রাস্তা। এই রাস্তা তৈরির জন্য নির্মাণ করা হয়েছে ৪৫০টি পিলার। এরকম আরো ৫৭১ টি পিলার তৈরি করা হবে। ২১ মিটারের দূরত্ব থাকবে দুটি পিলারের মধ্যে। সেই হিসাব অনুযায়ী রাস্তা চওড়া হবে মোট ২৫ মিটার।

tunnel breakthrough

মোহান্দ থেকে শুরু হয়ে দাতকালী মন্দির পর্যন্ত এক্সপ্রেসওয়ে করিডোরটি চলবে। জানা গিয়েছে, এর নিচে থাকবে জঙ্গল সাফারি। এছাড়াও হাতিদের যাওয়ার জন্য তৈরি করা হচ্ছে দুটি আন্ডারপাস। সেগুলি দৈর্ঘ্যের দিক থেকে প্রায় ২০০ মিটার লম্বা হবে। অন্যান্য পশুদের জন্য এই করিডোরে থাকবে ছটি আন্ডারপাস।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর