চলতি সপ্তাহে দাম কমল সোনা-রূপোর! ১০ গ্রাম সোনা কিনতে গেলে করতে হবে এত খরচ

বাংলা হান্ট ডেস্ক: এবার ফের একবার কমল সোনা এবং রুপোর দাম (Gold-Silver Price)। এমতাবস্থায়, আপনি যদি সোনা কেনার পরিকল্পনা করে থাকেন সেক্ষেত্রে এটি আপনার জন্য একটি ভালো সুযোগ হতে পারে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, আজ সোনা ও রুপোর দামে পতন পরিলক্ষিত হয়েছে। উল্লেখ্য যে, গত সপ্তাহে সোনা ও রুপোর দামে বৃদ্ধি ঘটেছিল। একটা সময়ে ১০ গ্রাম সোনার দাম যেখানে ৫৮,০০০ টাকা ছিল সেটাই গত সপ্তাহে ৫৯,০০০ টাকার স্তর অতিক্রম করে যায়। যদিও, এবার ফের কমেছে সোনার দাম।

জেনে নিন সোনার দর: MCX-এ সোমবার সকালে ৪ আগস্ট, ২০২৩-এ ডেলিভারির জন্য সোনার দাম পতনের সাথে ৫৯,১৪৭ টাকার স্তরে ট্রেড হয়। অন্যদিকে, ৫ অক্টোবর ২০২৩ তারিখে ডেলিভারির জন্য সোনা প্রতি ১০ গ্রামে ৫৯,৫৬৫ টাকা হ্রাসের সাথে খোলে।

কমেছে রুপোর দাম: এদিকে, সোনার দরপতনের মধ্যেই দাম কমেছে রুপোরও। সোমবার সকালে ৫ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে ডেলিভারির জন্য রুপো MCX-এ ৭৫,৫১০ টাকা প্রতি কেজিতে ট্রেড হয়েছে। অন্যদিকে, ৫ ডিসেম্বর ২০২৩ তারিখে ডেলিভারির জন্য রূপোর দাম প্রতি কেজিতে ৬,৯৩৪ টাকা হ্রাসের সাথে ট্রেড হয়েছে।

বিশ্বব্যাপী সোনার দাম: এদিকে, সোমবার সকালে বিশ্বব্যাপী সোনার দাম কমতে দেখা যায়। কমেক্সে সোনার গ্লোবাল ফিউচার মূল্য পতনের পাশাপাশি প্রতি আউন্সে ১,৯৫৫.৮০ ডলারে ট্রেড হয়েছে। একইসঙ্গে, সোনার গ্লোবাল স্পট মূল্যও প্রতি আউন্সে ১,৯৫১.৯৪ ডলারে ট্রেড হয়েছে।

বিশ্বব্যাপী রূপোর দাম: পাশাপাশি, সোমবার সকালে কমেক্সে রুপোর গ্লোবাল ফিউচার দামও কমেছে। কমেক্সে রূপো প্রতি আউন্সে ২৫.০০ ডলারে ট্রেড হতে দেখা গেছে। পাশাপাশি, রূপোর গ্লোবাল স্পট মূল্য কমে প্রতি আউন্সে ২৪.৭৮ ডলারে ট্রেড করেছে।

The price of gold and silver fell this week

সোনা কেনার সুযোগ: এমতাবস্থায়, আপনি যদি সোনা কেনার কথা ভেবে থাকেন সেক্ষেত্রে অবশ্যই এই সুযোগটিকে  কাজে লাগাতে পারেন। কারণ, গত সপ্তাহে সোনার দাম বৃদ্ধি পেলেও চলতি সপ্তাহে তা কমেছে। এছাড়াও, সোনার পাশাপাশি রুপোর দামেও পতন পরিলক্ষিত হয়েছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর