মাত্র ৬৩ টাকায় মিলছে ৫ কেজি টমেটো! ভারতে রমরমিয়ে চলছে চোরাকারবার

বাংলা হান্ট ডেস্ক : ভারত (India) এখন টমেটো (Tomato) জ্বরে কাবু। রীতিমত লাফিয়ে লাফিয়ে বেড়েছে টমেটোর দাম (Tomato Price)। এক মাসের মধ্যে দাম বেড়েছে প্রায় দশ গুণেরও বেশি। যার ফলে টমেটো ছাড়াই রান্না করছেন সাধারণ মানুষ। টমেটো কিনছেন শুধু ধনী ও বিত্তবানরাই। বিশেষ করে দিল্লি-এনসিআরের মানুষদের কাছে টমেটো এখন স্বপ্ন।

সাধারণ মানুষের হেঁশেলের পাশাপাশি এর প্রভাব পড়েছে বিভিন্ন রেস্তোরাঁতেও। টমেটোর দাম বাড়তেই চোরাকারবারীও শুরু হয়েছে ভালোই। ভারত-নেপাল সীমান্ত এলাকার গ্রাম ও শহরে দেদার ঢুকছে চাইনিজ টমেটো (Chinese Tomato)। বিশেষ করে বিহার ও উত্তরপ্রদেশের সীমাঞ্চল অঞ্চলে ঢুকছে চিনের টমেটো। সূত্রের খবর, নেপালের সীমান্তবর্তী এলাকা দিয়ে আসছে এই লাল সবজি।

সূত্রের খবর, নো ম্যানস ল্যান্ডের পথে ক্যারেটে ভরে চীন থেকে ভারতে টমেটো নিয়ে আসছে চোরাকারবারীরা ইতিমধ্যেই বেশকিছু চোরাকারবারীকে পাকড়াও করেছে পুলিশ। তবে তাতেও থেমে নেই বেআইনি কার্যকলাপ। ভারত তো বটেই পাশাপাশি নেপালেও বাড়ছে চাইনিজ টমেটোর রমরমা।

এইমুহুর্তে নেপালি টাকায় ৫ কেজি টমেটোর দাম প্রতি কেজি ১০০ থেকে ১৫০। চোরাকারবারীরা নেপাল থেকে সস্তায় চাইনিজ টমেটো কিনে ভারতীয় বাজারে চড়া দামে বিক্রি করছে। জানিয়ে রাখি, ১ নেপালি টাকা ভারতীয় টাকায় প্রায় ৬৩ পয়সার সমান। এই অনুসারে, ১০০ নেপালি টাকা ভারতীয় মুদ্রায় হয় ৬৩ টাকা।

chinese tomato (1) tomato prices crash in wholesale markets amid good production 1024x768

উল্লেখ্য, গতকালই খবর বেরিয়েছিল যে উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ জেলার নওতানওয়া এলাকায় পুলিশ এবং সশস্ত্র সৈন্য বেশকিছু চোরাকারবারীকে পাকড়াও করেছে। ভারত-নেপাল সীমান্তে ৪.৮ লক্ষ টাকা মূল্যের ৩ টন টমেটো বাজেয়াপ্ত করেছে তারা। পাশাপাশি খবর, এই ঘটনায় কাস্টম ডিপার্টমেন্টের ৬ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু হতে পারে বলে খবর।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর