বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সাম্প্রতিক সময়ে একাধিকবার একাধিক ভারতীয় তারকার ভারতীয় দলে (Indian Cricket Team) সুযোগ না পাওয়া নিয়ে বিসিসিআইয়ের (BCCI) নির্বাচিত ভারতীয় দলের নির্বাচকদের নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রিকেটপ্রেমী, ক্রিকেট বিশেষজ্ঞ এমন কি খোদ ক্রিকেটাররাও। সব সময়ই নির্বাচকদের কোনও না কোনও সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেই হয়ে যাচ্ছে। এবার এই নির্বাচকদের একবার আক্রমণের মুখোমুখি করতে হবে।
ভারতের এই নির্বাচক মন্ডলীর নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অজিত আগারকার। সবসময় নিজের গতি দিয়ে বিপক্ষকে সমস্যায় ফেলা এই ভারতীয় পেসার এখন বিভিন্ন সময় নিজের দল নির্বাচনের কারণে সমালোচনার শিকার হচ্ছেন। তার নেতৃত্বে সম্প্রতি যে এশিয়ান গেমসের জন্য ভারতীয় স্কোয়াড ঘোষণা হয়েছে, সেখানে তারুণ্য ও অনভিজ্ঞতা দেখা যাচ্ছে বড্ড বেশি। অনেকেই মনে করছেন যে মূল স্কোয়াড তরুণদের দিয়ে তৈরি হলেও চীনের মাটিতে কিছু অভিজ্ঞ ক্রিকেটারকেও দলের সঙ্গে পাঠানো উচিত ছিল।
এবার এই নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন কেকেআর অধিনায়ক নীতিশ রানা। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভদ্রস্থ পারফরম্যান্স করা এবং গত আইপিএলে কেকেআরের জার্সিতে প্রশংসনীয় পারফরমেন্স করার নীতিশ হয়তো আশা করেছিলেন যে অন্তত এশিয়ান গেমসের দলে বিসিসিআই তাকে একটা সুযোগ দেবে। কিন্তু ভারতীয় দলে তার প্রত্যাবর্তনের স্বপ্নটা স্বপ্নই থেকে গিয়েছে।
এই নিয়ে অবশ্য বাড়াবাড়ি কোনও কাজ বা প্রতিবাদের ধ্বনি তোলেননি রানা। শুধু নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি ভেঙে যাওয়া হৃদয়ের ইমোজি পোস্ট করে তিনি বুঝিয়েছেন যে তার মনে আশা ছিল যে তাকে আরও একবার ভারতীয় দলে নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ দেওয়া হবে।
❤️🩹
— Nitish Rana (@NitishRana_27) July 17, 2023
আসন্ন দেওধর ট্রফিতে উত্তরাঞ্চলের অধিনায়কত্ব পাওয়া নীতিশ রানার কাছে জাতীয় দলে ফিরে আসার একটি সুবর্ণ সুযোগ বলে অনেকে বর্ণনা করেছেন। ২৯ বছর বয়সী নীতিশ রানা ২০২১ সালে শ্রীলঙ্কা সফরে একটি ওডিআই এবং দুটি টি-টোয়েন্টি খেলেছেন। সেখানে তিনি টি-টোয়েন্টিতে মাত্র রান এবং একটিমাত্র ওডিআই ম্যাচে ৭ রান করেছেন।