বহুদিন বন্ধ থাকবে হাওড়া-বর্ধমান মেইন লাইন! বিপদে পড়ার আগেই দেখুন, বাতিল ট্রেনের তালিকা

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রেলের (Indian Railways) পক্ষ থেকে উড়ালপুল নির্মাণ করা হচ্ছে আদিসপ্তগ্রাম স্টেশনের উপর। এই কাজের জন্য বিঘ্নিত হতে চলেছে হাওড়া-বর্ধমান (Howrah-Burdwan) রেল পরিষেবা। ২০ জুলাই থেকে ২৪ আগস্ট পর্যন্ত প্রায় এক মাসেরও বেশি সময়র জন্য এই রুটে বাতিল হয়েছে বেশ কিছু ট্রেন।

উড়ালপুলের কাজ চলার জন্য এই দুই স্টেশনের মধ্যে খোলা থাকবে লেভেল ক্রসিং, কোনও কোনও ক্ষেত্রে পাওয়ার ব্লকও থাকবে। পাশাপাশি দূরপাল্লার কিছু ট্রেনকে ঘুরপথে নিয়ে যাওয়া হবে এই সময়কালে। সব মিলিয়ে, চূড়ান্ত দুর্ভোগের শিকার হবেন নিত্যযাত্রীরা। শুধু তাই নয়, দুরপাল্লার ট্রেন যাত্রীরাও সমস্যায় পড়বেন।

৩৭৮৫৭ আপ বর্ধমান লোকাল ও ০৩০৫২ ডাউন বর্ধমান লোকাল বাতিল হবে জুলাই মাসের ২০, ২২, ২৭, ২৯ এবং‌ অগস্ট মাসের ৩, ৫ তারিখে। ০৩০৫১ আপ বর্ধমান লোকাল, ৩৭৭৮১ ডাউন ব্যান্ডেল লোকাল এবং ৩৭৭৮২, ৩৭৮১২ ডাউন বর্ধমান লোকাল বাতিল ঘোষণা করা হয়েছে জুলাই মাসের ২১, ২৬, ২৮ এবং অগস্ট মাসের ২, ৪, ৬ তারিখের জন্য।

০৩০৫১ এবং ৩৭৮৫৭ আপ বর্ধমান লোকাল, ৩৭৭৮১ ডাউন ব্যান্ডেল লোকাল, ০৩০৫২, ৩৭৭৮২, ৩৭৮১২ ডাউন বর্ধমান লোকাল বাতিল থাকবে জুলাই মাসের ২৩, ২৪, ২৫, ৩০, ৩১ এবং অগস্ট মাসের ১ তারিখ। ১৩০২৭ হাওড়া-আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস চলবে না ২০ জুলাই থেকে ৬ অগস্ট পর্যন্ত।

১৩০২৯ হাওড়া-মোকামা এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে রাত ১১টা ২০ মিনিটের বদলে ১১টা ৪৫ মিনিটে ছাড়বে জুলাই মাসের ২০, ২২, ২৩, ২৪, ২৫, ২৭, ২৯, ৩০, ৩১ এবং অগস্ট মাসের ১, ৩, ৫ তারিখ। ১৩১৫৩ শিয়ালদহ-মালদহ গৌড় এক্সপ্রেস এই দিনগুলোতে হাওড়া-বর্ধমান কর্ড শাখা দিয়ে যাবে।

১৩০৩০ মোকামা-হাওড়়া এক্সপ্রেস
নৈহাটি-ব্যান্ডেল-কাটোয়া-আজিমগঞ্জ রুট দিয়ে যাবে এবং অম্বিকা কালনা, নবদ্বীপধাম, কাটোয়া, আজিমগঞ্জ এবং জঙ্গিপুর স্টেশনে স্টপেজ দেবে।এই দিনগুলিতে বিকল্প পথ দিয়ে চলাচল করবে ১৩১৫৪ ডাউন মালদহ-শিয়ালদহ ডাউন গৌড় এক্সপ্রেস।

Local Trains Cancelled

এছাড়াও রেলের পক্ষ থেকে জানা গেছে এই দিনগুলিতে কিছু সময়ের জন্য গতি নিয়ন্ত্রণ করা হতে পারে আজমগড়-কলকাতা এক্সপ্রেস, রক্সৌল-হাওড়া মিথিলা এক্সপ্রেস, জয়নগর-কলকাতা এক্সপ্রেস, বালিয়া-শিয়ালদহ এক্সপ্রেস-সহ বেশ কিছু দূরপাল্লার ট্রেনের।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর