বাংলা হান্ট ডেস্কঃ পাখির চোখ ২৪ লোকসভা নির্বাচন (Loksabha Election)। আর সেই নির্বাচনে গেরুয়া শক্তিকে পরাজিত করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে দেশের প্রায় সমস্ত বিরোধী শক্তি। বিরোধী জোটের দ্বিতীয় বৈঠকে (Opposition Meet) যোগ দিতে সোমবার বেঙ্গালুরু গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ মূল বৈঠক এবং নানা ইস্যুগুলি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। গতকাল কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর ডাকে মেগা ডিনারে অংশ নিয়েছিলেন বিরোধী দলের তাবড় নেতা নেত্রী। হাজির হয়েছিলেন মমতাও।
একদিকে যেখানে বাংলার পঞ্চায়েত ভোটকে ঘিরে প্রাণ গিয়েছে প্রায় ৫০ জনের, লাগাতার আক্রান্ত হচ্ছে বিরোধী দলের নেতা কর্মীরা সেখানে মেগা ডিনারে সেই ঘটনার কোনও ছাপই নেই। উল্টে খোশ মেজাজে সকলে। একদিকে বাংলায় কংগ্রেসের সঙ্গে দাউ মাছের সম্পর্ক তৃণমূলের। অন্যদিকে বেঙ্গালুরুতে গিয়ে তৃণমূল নেত্রীর সঙ্গে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi) ও কংগ্রেস নেতার রাহুল গান্ধীর জমিয়ে গল্প, শুভেচ্ছা বিনিময়।
সূত্রের খবর, গতকাল ডিনার টেবিলে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পা কেমন আছে সেব্যাপারে খোঁজ নেন সোনিয়া গান্ধী। এমনকী জানা গিয়েছে সোনিয়া গান্ধী ও মমতা পরস্পরকে আলিঙ্গনও করেছেন। আর এসব কার্যত ভিড়মি খাচ্ছেন বাংলার তৃণমূল ও কংগ্রেসের কর্মীরা। বাংলায় লাগাতার তৃণমূলের অত্যাচারের শিকার কংগ্রেস। অন্যদিকে জাতীয় স্তরে এই চিত্র দেখে চোখ কপালে অনেকেরই।
প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের কিছুদিন আগেই পায়ে কোমরে চোট পেয়েছিলেন মমতা। তবে আহত অবস্থাতেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যাই হয়ে যাক তিনি জোটের দ্বিতীয় বৈঠকে উপস্থিত হবেন। যেমনি কথা তেমনি কাজ। পাটনার বৈঠক থেকে দেওয়া ঐক্যের বার্তা আরও জোরালো করতে বিজেপি-বিরোধী শিবিরের দ্বিতীয় বৈঠকে যোগ দিলেন তৃণমূল সুপ্রিমো।
সূত্রের খবর, গতকাল বেঙ্গালুরুতে বিরোধীদের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যান্য নেতাদেরকে বলেন, গণতন্ত্র বাঁচানোর লড়াই শুরু হয়েছে। ঐক্যবদ্ধ মহাজোট ঠিকভাবে ঘটলে বিজেপির পতন ঘটবেই ঘটবে। এজেন্সির যে জুজু দেখিয়ে বিজেপি যে ভয় দেখাচ্ছে তা অবিলম্বে বন্ধ করা দরকার।