বাংলাহান্ট ডেস্ক : একটি বাড়ি বা সংস্থায় কত পরিমান বিদ্যুৎ উঠছে তা নির্ধারণ করার জন্য থাকে একটি মিটার। একটা সময় এই মিটারে থাকত একটি চাকা। বৈদ্যুতিক সরঞ্জাম যদি চালানো হতো তাহলে সেই চাকা ঘুরত। সময়ের সাথে বদল এসেছে প্রযুক্তিতে। বিদ্যুৎ চুরি রুখতে আনা হয়েছে নতুন ডিজিটাল বা স্মার্ট মিটার। এই ধরনের ডিজিটাল মিটারে থাকে একটি লাল আলো।
মিটারে লাল আলো (Red Light) জ্বলা মানে বিদ্যুৎ সংযোগ রয়েছে। কিন্তু অনেক সময় দেখা যায় হঠাৎ করে লাল আলোর ফ্লোয়িং বা কম্পাঙ্ক বেড়ে যায়। তখন বুঝতে হয় লোড বেড়েছে। লাল আলোটি দ্রুত অন-অফ হতে থাকবে তখন। মিটারের নরমাল লোড থাকলে এই লাল আলো খুব ধীরে অন-অফ হয়। হঠাৎ মোটর বা এসি চালালেও এই লাল আলোর কম্পাঙ্ক বেড়ে যায়।
এই লাইট দেখে বোঝা যায় কোন ধরনের জিনিস চালানো হয়েছে। বিদ্যুৎ সংযোগ থাকলে ২৪ ঘন্টাই মিটারে এই লাল আলো জ্বলতে থাকে। আপনি জানেন এই লাল আলো জ্বলার জন্য কত টাকা বাড়তি দিতে হয় আপনাকে? একটি হিসাব অনুযায়ী, মিটারে এই লাল আলো জ্বলার জন্য মিটার পিছু প্রতি মাসে এক থেকে দুই ইউনিট ব্যয় হয়।
হিসাব করলে আপনাকে অতিরিক্ত দশ থেকে কুড়ি টাকা বেশি দিতে হয় এই লাল আলোর জন্য। তবে প্রত্যেকটি বাড়ি থেকে যদি এই পরিমাণ অতিরিক্ত টাকা আসে তাহলে বিদ্যুৎ কোম্পানি প্রতি মাসে কোটি কোটি টাকা অধিক আয় করে। বিদ্যুৎ চুরি রুখতে এই ধরনের লাল আলো ব্যবহার হয়ে থাকে ডিজিটাল মিটারে। কিন্তু সেই টাকাও ঘুরিয়ে আপনার থেকে নেওয়া হয়।