পরিচয় লুকিয়ে গোলাপ পাঠাতেন প্রিয়তমাকে, আর ডি বর্মন-আশা ভোঁসলের প্রেম কাহিনির কাছে ফিকে বলিউড সিনেমা

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের (Bollywood) আকাশে বাতাসে প্রেমের হাওয়া চলে সবসময়। অভিনয় থেকে সঙ্গীত দুনিয়া, সব ইন্ডাস্ট্রিতেই ধরা দিয়েছে প্রেম। সঙ্গীত দুনিয়ার চিরন্তন জুটিদের মধ‍্যে প্রথম দিকেই নাম থাকবে কিংবদন্তি সঙ্গীত পরিচালক আর ডি বর্মন (R D Burman) এবং সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের (Asha Bhosle)। গানের সুরে সুরে ভালবাসার গল্প রচনা করেছিলেন দুজনে।

রোম‍্যান্টিক মানুষ ছিলেন বলিউডের ‘পঞ্চম’দা। আশা ভোঁসলের সঙ্গে প্রেম করার পর বিয়ের পিঁড়িতে বসেছিলেন দুজনে। দুজনের প্রেম কাহিনিও কোনো সিনেমার থেকে কম নয়। এক সাক্ষাৎকারে প্রয়াত রাহুল দেব বর্মনের ‘দুষ্টুমি’র কথা জানান বর্ষীয়ান গায়িকা।

R D burman and asha bhosle love story

অন্ধকারে একটি অ্যাফ্রো উইগ পরে আশাকে ভয় দেখিয়েছিলেন বর্মন সাহেব। সবার নকল করে মজা করতেন তিনি। ছাড় পেতেন না গায়িকাও। আশা ভোঁসলে বলেন, “উনি (আর ডি বর্মন) বেশ কয়েক বছর ধরে পরিচয় লুকিয়ে আমাকে ফুল পাঠাতেন। একদিন মজরুহ সাব (মজরুহ সুলতানপুরি) এবং পঞ্চমের সামনেই এক তোড়া গোলাপ এসেছিল।”

গায়িকা বলে চলেন, “আমি তো বলে দিই, ‘ফেলে দাও ওগুলো। কোনো এক বোকা আমাকে গোলাপ পাঠিয়ে নষ্ট করে।’ পঞ্চমের মুখ ব‍্যাজার হয়ে গিয়েছিল। তখনি মজরুহ সাব হেসে ওঠেন। বলেন, ‘এই বোকাটাই তো তোমাকে গোলাপ পাঠায়।’”

গানের মাধ‍্যমেই সেতুবন্ধন হয়েছিল দুই কিংবদন্তির হৃদয়ের। ঘন্টার পর ঘন্টা ধরে গান শুনে যেতেন দুজনে। তার মধ‍্যে যেমন থাকত উস্তাদ বিসমিল্লাহ খানের সানাইয়ের সুর, তেমনি থাকত বিটলস এর গানও। আশা ভোঁসলে জানান, পাশ্চাত‍্য মিউজিকের প্রতি তাঁদের দুজনেরই খুব টান ছিল। সকাল সাড়ে নটা থেকে দুপুর তিনটে পর্যন্ত এক নাগাড়ে গান শুনে যেতেন দুজনে।

১৯৭১ সালে প্রথম স্ত্রী রীতা প‍্যাটেলের সঙ্গে বিচ্ছেদ হয় আর ডি বর্মনের। ১৯৮০ সালে আশা ভোঁসলেকে বিয়ে করেন তিনি। দুজনের জুটি সে সময়ে খুবই জনপ্রিয় ছিল আর এখনো আছে। বহু সুপারহিট গান বানিয়েছেন দুজনে।

Niranjana Nag

সম্পর্কিত খবর