সবথেকে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের! কত নম্বরে রয়েছে ভারত? জানলে অবাক হবেন

বাংলা হান্ট ডেস্ক: লন্ডনের গ্লোবাল সিটিজেনশিপ এবং অ্যাডভাইস ফার্ম হেনলি অ্যান্ড পার্টনার্স (Henley & Partners) গত মঙ্গলবার বিশ্বের শক্তিশালী পাসপোর্টের একটি র‍্যাঙ্কিং সামনে এনেছে। মূলত, ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে এই র‍্যাঙ্কিং তৈরি করা হয়েছে। যেটি প্রতি ৩ মাস অন্তর আপডেট করা হয়। এমতাবস্থায়, মঙ্গলবার প্রকাশিত হ্যানলি পাসপোর্ট ইনডেক্সে, সিঙ্গাপুর জাপানকে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করেছে।

অর্থাৎ, এই সূচকে সিঙ্গাপুরের পাসপোর্টকে সবচেয়ে শক্তিশালী বলে উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, উল্লেখযোগ্য বিষয় হল টানা পাঁচ বছর ধরে প্রথম স্থান দখল করে থাকা জাপানের পাসপোর্ট এবার তৃতীয় স্থানে নেমে এসেছে। হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুসারে, সিঙ্গাপুরের পাসপোর্টধারীদের ২২৭ টি দেশের মধ্যে ১৯২ টি দেশে ভিসা-ফ্রি ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে।

পাশাপাশি, জার্মানি, ইতালি এবং স্পেনের পাসপোর্ট বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট। এই দেশের পাসপোর্টধারীদের ১৯০ টি দেশে ভিসা-ফ্রি ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে। এদিকে, জাপানের পাসপোর্টের মাধ্যমে ১৮৯ টি দেশে ভিসা-ফ্রি ভ্রমণ করা যাবে। উল্লেখ্য যে, এই তালিকায় অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, লুক্সেমবার্গ, দক্ষিণ কোরিয়া ও সুইডেনের সঙ্গে তৃতীয় স্থানে রয়েছে জাপান।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী, বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ আমেরিকার পাসপোর্ট ক্রমাগত দুর্বল হচ্ছে। এক দশক আগে পর্যন্ত আমেরিকার পাসপোর্ট ছিল বিশ্বের শক্তিশালী পাসপোর্ট। কিন্তু, চলতি বছরেও এই পাসপোর্টের র‌্যাঙ্কিং দুই ধাপ পিছিয়ে গেছে। আপাতত অষ্টম স্থানে রয়েছে মার্কিন পাসপোর্ট। উল্লেখ্য যে, এই তালিকায় ব্রিটেন রয়েছে চতুর্থ স্থানে।

এদিকে, আফগানিস্তান ও ইরাকের পাসপোর্টকে সবথেকে দুর্বল পাসপোর্ট হিসেবে বিবেচিত করা হয়েছে। আফগানিস্তানের পাসপোর্টধারীরা ২৭ টি দেশে ভিসা-ফ্রি ভ্রমণের অনুমতি পাবেন এবং ইরাকের পাসপোর্টধারীরা ২৯ টি দেশে ভিসা-ফ্রি ভ্রমণ করতে পারবেন।

ভারতের র‌্যাঙ্কিংয়ে উন্নতি: এবারে আসি ভারতের র‌্যাঙ্কিংয়ের প্রসঙ্গে। মূলত, এই র‌্যাঙ্কিংয়ে ১০৩ টি দেশের তালিকায় ভারতের পাসপোর্ট ৮০ তম স্থানে রয়েছে। পাশাপাশি, এবছর ভারতের র‌্যাঙ্কিং পাঁচ ধাপ এগিয়েছে। হেনলি পাসপোর্ট ইনডেক্সের সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে ভারত, টোগো এবং সেনেগালের সাথে ৮০ তম স্থানে রয়েছে। জানা গিয়েছে, ভারত, টোগো এবং সেনেগালের পাসপোর্টধারীরা ৫৭ টি দেশে ভিসা-ফ্রি ভ্রমণের অনুমতি পাবেন।

Where is India in the list of most powerful passports in the world

পাশাপাশি, ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানের পাসপোর্টকে আবার শ্রীলঙ্কা, নেপাল ও বাংলাদেশের পাসপোর্টের চেয়ে দুর্বল বলে উল্লেখ করা হয়েছে। পাকিস্তানের পাসপোর্টটি রয়েছে ১০০ তম স্থানে। এদিকে, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের পাসপোর্ট যথাক্রমে ৯৫ তম, ৯৬ তম ও ৯৮ তম স্থানে রয়েছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর