এই ৫ ক্রিকেটারকে জিরো থেকে হিরো বানিয়েছিলেন ধোনি! তিনি নজর ফেরাতেই শেষ হয় কেরিয়ার

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) প্রাক্তন অধিনায়ক ও অভিজ্ঞ খেলোয়াড় মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) সেরা অধিনায়ক মানেন না এমন মানুষ পৃথিবীতে খুব কমই আছে। তার অধিনায়কত্ব জীবনের শুরু থেকেই একটা প্রবাদ তৈরি হয়েছে, যেটা অনুযায়ী ধোনি যা স্পর্শ করেন সেটাই সোনায় পরিণত হয়। এই কথাটি ধোনির জীবনে পুরোপুরি খাপ খায়। কারণ কিছু খেলোয়াড় আছে যাদের ক্রিকেটার হিসেবে পরিচিতিই তৈরি হয়েছিল ধোনির কারণে। কিন্তু সেই খেলোয়াড়দের মাথা থেকে ধোনি হাত তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই খ্যাতি হারিয়ে ফেলেন তারা। এই প্রতিবেদনে এমন কিছু ক্রিকেটার সম্পর্কেই আলোচনা করা হলো…

শাদাব জাকাতি: এরকম একজন ক্রিকেটারই হলেন শাদাব জাকাতি। তিনি আদতে গোয়ার বাসিন্দা এবং বর্তমানে তাঁর বয়স ৪৩ বছর। তিনি ধোনির নেতৃত্বে আইপিএলে চেন্নাই সুপার কিংসের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিলেন একটা সময় অবধি। ২০০৯ থেকে ২০১৭ পর্যন্ত আইপিএলের অংশ ছিলেন। ২০১৯ সালে ক্রিকেটকে বিদায় জানান তিনি।

মনপ্রীত গোনি: ইনিও প্রথমে সিএসকের জার্সিতে নজর কাড়েন। মহেন্দ্র সিং ধোনি ২০০৮ সালের এশিয়া কাপের জন্য তাকে ভারতীয় দলে জায়গা দিয়েছিলেন। কিন্তু তিনি নিজের যোগ্যতা প্ৰমাণ করতে পারেননি এবং ইনজুরির কারণে দ্রুতই নিজের কেরিয়ারে ইতি টানেন। ২০১৯ সালে তিনি ক্রিকেট থেকে পুরোপুরি অবসর নেন।

সুদীপ ত্যাগী: সুদীপ ত্যাগী ছিলেন একজন ফাস্ট বোলার। ২০১০ সালে আইপিএল খেলার পর তাকে ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন ধোনি। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ৪ টি ওডিআই খেলেছেন। তার ঝুলিতে রয়েছে ৩ টি আন্তর্জাতিক উইকেট। ২০২০ সালে, তিনি ক্রিকেট বিশ্বকে বিদায় জানিয়েছেন।

পবন নেগি: এই তালিকায় পরবর্তী নামটি হল পবন নেগির। তিনি ২০১৯ সালের নিলামে সবচেয়ে ব্যয়বহুল ক্রিকেটার হয়েছিলেন। তার বয়স এখন ৪০ বছর। তিনি ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংসের নিজেদের যোগ্যতা প্রমাণ করেছিলেন এবং পরবর্তীতে আরসিবির হয়েও খেলেছিলেন।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর