ফের বেলাইন ট্রেন, করমণ্ডলের পর আরও এক রেল দুর্ঘটনা! প্রকাশ্যে ভিডিও

বাংলাহান্ট ডেস্ক : করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা রেশ এখনও কাটেনি। এরমধ্যে ফের একবার ট্রেনের লাইনচ্যুত হওয়ার খবর আসছে কেরল থেকে। জানা যাচ্ছে, তিরুপতি-তিরুবনন্তপুরম ট্রেনটি লাইনচ্যুত হয়েছে তিরুপতি স্টেশনে (Tirupati Station)। এই ট্রেনের এটিই ছিল অন্তিম স্টেশন। এই দুর্ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামনে এসেছে নেট মাধ্যমে।

মনে করা হচ্ছে এই লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঘটে যেতে পারত বড় দুর্ঘটনা। কিন্তু তিরুপতি-তিরুবনন্তপুরম ট্রেনটিতে কোনও যাত্রী ছিলেন না। তাই এই দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে এই দুর্ঘটনার ফলে দেরিতে চলছে বেশ কিছু ট্রেন। সময় বদল করা হয়েছে কিছু দূরপাল্লার ট্রেনের।

দুর্ঘটনাগ্রস্ত কোচগুলিকে রেলের পক্ষ থেকে দ্রুত সরানোর কাজ চলছে। গত ২ রা জুন সারা বিশ্ব সাক্ষী থেকেছে ভারতের অন্যতম বড় রেল দুর্ঘটনার। সেদিন উড়িষ্যার বালেশ্বরের কাছে লাইনচ্যুত হয় কলকাতা থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। এই ট্রেন দুর্ঘটনায় নিহত হন ২৯২ জন।

আহতের সংখ্যা দাঁড়ায় প্রায় হাজারে। ১২৪৮১ করমণ্ডল এক্সপ্রেস উড়িষ্যার বহঙ্গা বাজার স্টেশন দিয়ে আপ লাইন দিয়ে যাওয়ার সময় ধাক্কা মারে একটি দাঁড়িয়ে থাকা মালগাড়িকে। উচ্চগতি থাকায় ট্রেনচালক করমণ্ডল এক্সপ্রেসটিকে থামাতে পারেননি। ট্রেনের ২১ টি কোচ লাইনচ্যুত হয়ে যায়।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর