জোটের নাম INDIA রাখার জের, থানা অবধি পৌঁছল মামলা! ২৬ দলের বিরুদ্ধে অভিযোগ দায়ের

বাংলা হান্ট ডেস্কঃ কোনও রাখঢাক না করে মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি তৃণমূল, কংগ্রেস, বামেরা সহ ২৬টি দল একহাত করে নতুন জোটের ঘোষণা করে। এবার থেকে অবিজেপি দল যারা কংগ্রেসের নেতৃত্বাধীন UPA-তে থেকে বিজেপির বিরুদ্ধে লড়াই করত, এবার সেই দলে আরও কয়েকটি নাম যুক্ত হয়ে নতুন জোটের ঘোষণা হয়েছে। সেই জোটের নাম দেওয়া হয়েছে INDIA।

গতকাল কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালুরু থেকে এই জোটের সূচনা হয়। আর সেখান থেকেই কংগ্রেস, তৃণমূল সহ সমস্ত দল বিজেপির বিরুদ্ধে তোপ দাগে। এমনকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী মঞ্চ থেকে নরেন্দ্র মোদীকেও হুঁশিয়ারি দেন। তিনি ঘোষণা করেন যে, এবার লড়াই বিজেপি বনাম ভারতের। পাশাপাশি তিনি নাম না করে মোদীকে চ্যালেঞ্জ করে বলেন, ক্ষমতা থাকলে ব্যাঙ্গালুরু থেকে এসে দাঁড়াক।

তবে বিরোধীদের এই জোটের উপর এবার নজর লাগল। জানা গিয়েছে যে, এবার জোটের নাম I.N.D.I.A. রাখায় এই মামলা থানা অবধি পৌঁছেছে। জোটের এই নামের বিরুদ্ধে আপত্তি জাহির করে দিল্লির বড়খাম্বা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে বলে হয়েছে যে, I.N.D.I.A. নাম রাখা Emblems Act লঙ্ঘন। এই আইন অনুযায়ী কেউ নিজের স্বার্থে ইন্ডিয়া নাম ব্যবহার করতে পারবে না। অভিযোগ উঠেছে যে, এই কারণে অনেকর অনুভূতিতে আঘাত হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, ২৬ রাজনৈতিক দলের নেতা-নেত্রী দেশের নামের ভুল ব্যবহার করেছে। ২৬ রাজনৈতিক দলের বিরুদ্ধে এই অভিযোগ অবনিশ মিশ্রা নামের এক ব্যক্তি দায়ের করেছেন। অবনিশ দিল্লির বাসিন্দা। তিনি অভিযোগ করে জানিয়েছেন যে, নির্বাচনের জন্য দেশের নাম ব্যবহার করা ভুল।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর