গুঁড়িয়ে দেবে ২৫০ কিমি দূরের নিশানা! চিন-পাকিস্তানের ঘুম উড়িয়ে ভারতীয় সেনায় অন্তর্ভুক্ত ব়্যাম্পেজ মিসাইল

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে ভারতের (India) প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও উন্নত এবং শক্তিশালী করে তোলার লক্ষ্যে একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। শুধু তাই নয়, শত্রুদেশগুলির চিন্তা বাড়িয়ে বিভিন্ন অত্যাধুনিক মিসাইল থেকে শুরু করে অস্ত্রশস্ত্র শক্তিবৃদ্ধি করছে সেনার। সেই রেশ বজায় রেখেই পাকিস্তান ও চিনের বুক কাঁপিয়ে এবার ভারতীয় নৌসেনা (Indian Navy) ও বায়ুসেনায় (Indian Air Force) অন্তর্ভুক্ত হল ব়্যাম্পেজ লং রেঞ্জ সুপারসোনিক মিসাইল।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে “এয়ার টু সারফেস” বিষয়ক এই দুর্ধর্ষ মিসাইল ২৫০ কিমি দূরের নিশানাকে লক্ষ্যবস্তু করে তা গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এদিকে, ইজরায়েলের বায়ুসেনা সম্প্রতি এই মিসাইল ব্যবহার করে দেখিয়েছে। ইরানের লক্ষ্যবস্তুকে টার্গেট করে ব়্যাম্পেজ লং রেঞ্জ সুপারসোনিক মিসাইলকে ব্যবহার করা হয়।

Rampage missile is included in the Indian Army.

প্রসঙ্গত উল্লেখ্য যে, ভারতীয় সেনার তরফে ২০১৯ সালে বালাকোট এয়ারস্ট্রাইকে যে স্পাইস ২০০০ বিমান ব্যবহার করা হয়েছিল তার থেকেও এই ব়্যাম্পেজ মিসাইল বেশি দূরের লক্ষ্যবস্তুর ওপর আছড়ে পড়তে পারে। এমতাবস্থায়, বর্তমানে ভারতীয় সেনার কাছে লং রেঞ্জ মিসাইল সিস্টেমের ক্ষেত্রে দেশে তৈরি মিসাইলের পাশাপাশি বিদেশের মাটিতে তৈরি মিসাইলের সম্ভারও রয়েছে। সম্প্রতি আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ক্রিস্টাল মেজ ২ মিসাইলের পরীক্ষা সম্পন্ন হয় হয়। তবে, এবার ভারতীয় বায়ুসেনা দেশের বুকেই ব়্যাম্পেজ মিসাইল তৈরির পরিকল্পনা করছে।

আরও পড়ুন: দিল্লিকে উড়িয়ে দিতে কঠিন প্ল্যান KKR-এর! বাড়ানো হচ্ছে দলের শক্তি, প্রস্তুতি নিচ্ছেন এই খেলোয়াড়

শুধু তাই নয়, ভারতীয় বায়ুসেনা ইতিমধ্যেই এই বিশেষ ব়্যাম্পেজ মিসাইলকে তাদের রাশিয়ার এয়ারক্রাফ্ট সুখোই ৩০ এমকেআইতে সংযুক্ত করেছে বলেও জানা গিয়েছে। এছাড়াও, ভারতীয় সেনার মিগ-২৯ ও জাগুয়ারের মতো যুদ্ধবিমানে এই মিসাইল সংযুক্ত রয়েছে। ভারতীয় প্রতিরক্ষা বিভাগের তরফে এই তথ্য সংবাদসংস্থা ANI-কে জানানো হয়েছে।

আরও পড়ুন: ঘাড়ত্যারামির সাজা, IPL-এ নিয়ম ভেঙে BCCI-র কড়া শাস্তির কোপে ঈশান কিষাণ

আরেকটি উল্লেখযোগ্য বিষয় হল যে, ভারতীয় বায়ুসেনার পাশাপাশি, ভারতীয় নৌসেনাও তাদের যুদ্ধ সম্ভারের মধ্যে ব়্যাম্পেজ মিসাইলকে অন্তর্ভুক্ত করে নিয়েছে। জানা গিয়েছে যে, নৌসেনার “মিগ২৯কে” যুদ্ধবিমানে সংযুক্ত হয়েছে এই মিসাইল। এদিকে, এই মিসাইলের মাধ্যমে ভারতীয় সেনার পাইলটদের কাছে বিপক্ষের ব়্যাডার স্টেশন সহ একাধিক ক্ষেত্রকে লক্ষ্যবস্তু করে ফেলার অপশন উপলব্ধ হয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর