বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড়সড় খবর সামনে এসেছে। শুধু তাই নয়, আপনার যদি এই বছর বাড়ি কেনার পরিকল্পনা থাকে, সেক্ষেত্রে দেশের অন্যতম বৃহৎ সরকারি ব্যাঙ্ক PNB (Punjab National Bank) আপনাকে সেই সুযোগ দিচ্ছে। ইতিমধ্যেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এই বিষয়ে টুইট করে বিস্তারিত তথ্য সামনে এনেছে।
ব্যাঙ্কটি জানিয়েছে, তারা সস্তায় বাড়ি কেনার ক্ষেত্রে দুর্দান্ত সুযোগ নিয়ে এসেছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল PNB আজ অর্থাৎ বৃহস্পতিবার রেসিডেন্সিয়াল প্রোপার্টি, কমার্শিয়াল প্রোপার্টি, ইন্ডাস্ট্রিয়াল প্রোপার্টি সহ এগ্রিকালচারাল প্রোপার্টি বিক্রি করছে।
টুইট করেছে PNB: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তার অফিসিয়াল টুইটে জানিয়েছে যে, PNB মেগা ই-নিলামের (PNB Mega e-Auction) মাধ্যমে আপনার স্বপ্নের প্রোপার্টি পাওয়ার সুযোগটি ব্যবহার করুন। অর্থাৎ, আপনি সস্তায় বাড়ির কেনার জন্য আজ অর্থাৎ ২০ জুলাই বিড করতে পারেন।
১২,০২২ টি বাড়ির জন্যে হবে নিলাম: পাশাপাশি, PNB জানিয়েছে যে, তারা ১২,০২২ টি বাড়ি, ২,৩১৩ টি দোকান, ১,১৭১ টি ইন্ডাস্ট্রিয়াল প্রোপার্টি এবং ১০৩ টি এগ্রিকালচারাল ল্যান্ড বিক্রি করছে। এমতাবস্থায়, এই নিলাম সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, ইচ্ছুকরা https://ibapi.in/-এই অফিসিয়াল লিঙ্কটি ভিজিট করতে পারেন।
কোন ধরণের সম্পত্তি নিলাম করা হয়: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, অনেকেই ব্যাঙ্ক থেকে প্রোপার্টির জন্য ঋণ নেন। কিন্তু কোনো কারণবশত তাঁরা তাঁদের ঋণ পরিশোধ করতে পারেন না। তখন সেই সমস্ত ব্যক্তির জমি বা প্লট ব্যাঙ্ক দখল করে নেয়। শুধু তাই নয়, এই ধরণের সম্পত্তি ব্যাঙ্ক দ্বারা কিছু সময় অন্তর নিলাম করা হয়। এই নিলামের মাধ্যমেই ব্যাঙ্ক সম্পত্তি বিক্রি করে তার বকেয়া অর্থ উদ্ধার করে।
Seize the opportunity to get your dream property with PNB Mega e-auction!
To participate please visit: https://t.co/x5lOHWlZZv#Property #Auction #Dream #PNB #Digital pic.twitter.com/ZQf0BnrLKc
— Punjab National Bank (@pnbindia) July 19, 2023
SARFAESI Act-এর অধীনে নিলাম সম্পন্ন হবে: উল্লেখ্য যে, এই নিলাম প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছভাবে সম্পন্ন হবে। পাশাপাশি, এই মেগা ই-নিলামটি SARFAESI Act (Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act)-এর অধীনে করা হচ্ছে। মূলত, সেইসব সম্পত্তি এই নিলামের আওতায় রাখা হয়েছে, যেগুলি ব্যাঙ্কের কাছে বন্ধক রাখা ছিল এবং কোনো কারণে সেগুলির মালিকরা ঋণ পরিশোধ করতে পারছেন না।