প্রকাশিত হলো ৩ ফরম্যাট মিলিয়ে এই প্রজন্মের সেরা একাদশ! তালিকায় ৫ ভারতীয়

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ক্রিকেট একটা ক্রমপরিবর্তনশীল খেলা। প্রতিদিনই এই খেলার আঙিনায় কোনও না কোনও পরিবর্তন এসে চলেছে। ফলস্বরূপ জন্ম নিচ্ছে একাধিক নতুন ফরম্যাট। একটা সময় ছিল যখন টেস্ট ক্রিকেট বাদে অন্য কোনও ফরম্যাট যে জন্ম নিতে পারে, এটাই সাধারণ মানুষ ভাবতে পারতেন না। আর আজ ক্রিকেট খেলাটার সম্প্রসারণ করতে উদ্ভব হয়েছে দশ ওভারের টি-টেন ফরম্যাটেরও।

আজকে আমাদের এই প্রতিবেদনে আলোচনার বিষয়বস্তু হলো বর্তমান প্রজন্মের এমন ক্রিকেটাররা যারা এখনো অবধি আন্তর্জাতিক ক্রিকেটে ব্যবহৃত তিনটি ফরম্যাটেই সমানভাবে কার্যকরী। এমন ক্রিকেটার দিক দিয়েই গড়ে তোলার চেষ্টা করা হলো একটি শক্তিশালী একাদশ। প্রসঙ্গত এখানে নির্বাচনের ক্ষেত্রে সাম্প্রতিক ফর্ম বিচার করা হয়নি।

ওপেনিং এর ক্ষেত্রে এই বিশেষ একাদশে স্থান দেওয়া যেতে পারে রোহিত শর্মা এবং ডেভিড ওয়ার্নারকে। দুজনেই ৩ ফরম্যাটে সাফল্যের মুখ দেখেছেন এবং তাদের সেরা সময়ে বিপক্ষের বোলাররা তাদের বিরুদ্ধে বোলিং করতে রীতিমতো ভয় পেতেন। এই একাদশে তৃতীয় এবং চতুর্থ স্থানে যথাক্রমে জায়গা পাবেন বিরাট কোহলি ও কেন উইলিয়ামসন। দুজনেই তিন ফরম্যাটে সমানভাবে সফল।

এরপর মিডল অর্ডারে শুরুতেই দলে জায়গা দেওয়া হচ্ছে একজন উইকেটরক্ষককে। আর সেই হিসেবে বেছে নেওয়া হচ্ছে কুইন্টন ডি কক-কে। তিন ফরম্যাটেই তার রেকর্ড যথেষ্ট প্রশংসনীয়। কিপার হিসেবে অস্তিত্ব নিয়ে যথেষ্ট দক্ষ। সীমিত ওভারের ক্রিকেটে তিনি টপ অর্ডারে ব্যাট করলেও এই একাদশে থেকে অর্ডারের দায়িত্ব সামলাবেন। এরপর একজন পেস বোলিং অলরাউন্ডার এবং স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে এই তালিকায় আসবেন বেন স্টোকস এবং রবীন্দ্র জাদেজা। দুজনেই নিজেদের ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংকে সম্বল করে একাধিকবার একাধিক ফরম্যাটে দলকে জয় এনে দিয়েছেন।

এরপর একমাত্র স্পিনার হিসাবে দলে থাকছেন রবি অশ্বিন। ইনি মূলত টেস্ট ফরম্যাটেই একজন কিংবদন্তি, কিন্তু তার বাকি ফরম্যাটেও তার রেকর্ডগুলিও একেবারেই ফেলনা নয়। বাংলাদেশের সাকিব আল হাসান-কে এই একাদশে জায়গা দেওয়া হলো না কারণ জুটিতে জাদেজা ও অশ্বিন বেশি বিপজ্জনক। এছাড়া তিন পেসার হিসাবে অজি অধিনায়ক প্যাট কামিন্স, দক্ষিণ আফ্রিকান তারকা কাগিসো রাবাদা এবং ভারতের স্পিড স্টার যশপ্রীত বুমরাকে জায়গা দেওয়া যেতে পারে কারণ তিনজন ক্রিকেটের তিনটে ফরম্যাটেই কমবেশি সফল।

৩ ফরম্যাটের সেরা একাদশ: রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, কেন উইলিয়ামসন, কুইন্টন ডি কক, বেন স্টোকস, রবীন্দ্র জাদেজা, রবি অশ্বিন, প্যাট কামিন্স, কাগিসো রাবাদা, যশপ্রীত বুমরা

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর