দুর্বল ওয়েস্ট ইন্ডিজকে পেয়ে রেকর্ডের বন্যা রোহিতের, পেছনে ফেললেন ধোনিকে! চনমনে যশস্বীও

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই ওয়েস্ট ইন্ডিজ দল এতটাই দুর্বল যে ভারতের বড় রঞ্জি খেলিয়ে দলগুলিকে তাদের বিরুদ্ধে মাঠে নামিয়ে দিলেও তারা কোনরকম প্রতিরোধ গড়ে তুলতে পারবেন না। আর এমন দুর্বল দলের বিরুদ্ধে খেলার পূর্ণ সুযোগ নিলেন রোহিত শর্মা (Rohit Sharma) ও যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও দুজনের মধ্যে পার্টনারশিপ টপকে গেল ১০০ রানের গন্ডি।

রোহিত শর্মা এই ম্যাচে দুটি বড় রেকর্ড করেছেন। তবে ভারতীয় ক্রিকেট প্রেমীরা তার এই রেকর্ড গুলিকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ। কারণ দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স করার কোন মূল্য নেই। দেড় মাস আগে যখন এই জাতীয় পারফরম্যান্স করতে হতো তখন রোহিতের ব্যাট গর্জে ওঠেনি।

rohit test century

আজ একজন ভারতীয় ওপেনার হিসেবে ২০০০ টেস্ট রানের গণ্ডি পেরিয়েছেন রোহিত শর্মা। আজ লাঞ্চের আগেই অর্ধশতরান পূর্ণ করে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি। এছাড়া ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় বীরেন্দ্র সেওবাগ ও মহেন্দ্র সিংহ ধনিকে টপকে গিয়েছেন রোহিত।

সর্বোচ্চ ভারতীয় রান সংগ্রাহক:

১. সচিন টেন্ডুলকার (৩৪,৩৫৩)
২. বিরাট কোহলি (২৫,৪৬১ *এই ম্যাচের আগে)
৩. রাহুল দ্রাবিড় (২৪,২০৮)
৪. সৌরভ গঙ্গোপাধ্যায় (১৮,৫৭৫)
৫. রোহিত শর্মা (১৭,৩০০ *প্রতিবেদন লেখার সময় অপরাজিত)
৬. মহেন্দ্র সিংহ ধোনি (১৭,২৬৬)

আজ ভারতের জার্সিতে অভিষেক ঘটেছে বাংলা রঞ্জি দলের ফাস্ট বোলার মুকেশ কুমারের। যদিও ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেওয়া হয় তিনি আজ বোলিং করার সুযোগ পাবেন না। নিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নেমে অর্ধশতরানের গন্ডি পেরিয়ে গিয়েছেন যশস্বীও।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর