বাংলাহান্ট ডেস্ক : সাধারণ যাত্রীদের কথা মাথায় রেখে এবার অভিনব উদ্যোগ নিল রেল (Indian Railways)। এবার খুব সস্তায় রেলের তরফ থেকে ‘ইকোনোমি মিল’ পাবেন যাত্রীরা। রেলের এই উদ্যোগে স্বাভাবিকভাবে উপকৃত হবেন সাধারণ যাত্রীরা। এতদিন যে সকল যাত্রীরা জেনারেল কোচে ভ্রমণ করতেন তাদের রাস্তায় নেমে খাবারের সন্ধান করতে হত। কিন্তু রেলের এই নয়া উদ্যোগে সেই সমস্যার সমাধান হবে।
এবার থেকে যেখানে জেনারেল কোচ থামবে সেখানেই রেলের তরফ থেকে থাকবে খাবারের ব্যবস্থা। একটি বিজ্ঞপ্তিতে পূর্ব রেল জানিয়েছে, শিয়ালদাসহ রাজ্যের আটটি স্টেশনে ইকোনমি মিলের ব্যবস্থা করা হবে। যে যে স্টেশনে ইকোনমি মিলের ব্যবস্থা থাকবে সেগুলি হল- শিয়ালদা, আসানসোল, দুর্গাপুর, খড়গপুর, হিজলি, রামপুরহাট, নিউ কোচবিহার ও নিউ আলিপুরদুয়ার।
বিজ্ঞপ্তিতে রেল জানিয়েছে, মাত্র কুড়ি টাকার বিনিময়ে যাত্রীরা এই মিল কিনতে পারবেন। এই মিলে থাকবে 7 টি পুরী/কচুরী (175 গ্রাম), আলুর তরকারি (150 গ্রাম) ও আচার (12 গ্রাম)। অতিরিক্ত তিন টাকা দিলে মিলবে 200 ML জল।
এছাড়াও রেলের এই উদ্যোগে থাকছে 50 টাকার কম্বো। রাজমা, ছোলে-রাইস, খিচুড়ি, ছোলাবাটুরে, পাও-ভাজি ও মশলা ধোসা থাকছে এই কম্বোতে। 50 টাকার বিনিময়ে যাত্রীরা এই গুলির মধ্যে যেকোনো একটি পদ নিতে পারবেন।
রেল জানাচ্ছে গোটা দেশে প্রাথমিকভাবে এই ইকোনমি মিলের সুবিধা প্রদান করা হচ্ছে 64 টি স্টেশনে। এগুলির মধ্যে 29 টি স্টেশন পূর্ব রেলের আওতায় পড়ে। আগামী বুধবার থেকে শিয়ালদা সহ দেশের 51 টি স্টেশনে প্রাথমিকভাবে শুরু হচ্ছে রেলের এই নতুন পরিষেবা। বৃহস্পতিবার থেকে এই পরিষেবা শুরু হয়ে যাবে বাকি 13 টি স্টেশনেও।