IMF-এর কাছ থেকে ঋণ পেয়েও শান্তি নেই কাঙাল পাকিস্তানের! বন্ধ হয়ে গেল বিশ্ব বিখ্যাত প্ল্যান্ট

বাংলা হান্ট ডেস্ক: যত দিন এগোচ্ছে ততই একের পর এক সমস্যার সম্মুখীন হচ্ছে পাকিস্তান (Pakistan)। এমনিতেই বর্তমান সময়ে চরম অর্থনৈতিক সঙ্কটের মধ্যে রয়েছে ওই দেশ। এমনকি ক্রমশ সেখানকার পরিস্থিতি শোচনীয় হয়ে উঠছে। আর সেই কারণেই আপাতত ঋণের ভরসাতেই রয়েছে “কাঙাল” পাকিস্তান।

তবে, সম্প্রতি ঋণের অর্থের ভিত্তিতে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার ভান্ডার কিছুট বেড়েছে। পাশাপাশি, ঘনিষ্ঠ দেশগুলির কাছেও ঋণ চাইছে পাকিস্তান। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে ৩ বিলিয়ন ডলারের ঋণের অনুমোদন পেয়েছে শরীফের দেশ।

যদিও, এই ঋণের মাধ্যমে পাকিস্তানের খুব একটা সুবিধা হবে না। কারণ, সামগ্রিকভাবে সেদেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ। এমনকি, পাকিস্তানে বড় বড় কোম্পানিগুলিও খুব একটা সুবিধের জায়গায় নেই। ইতিমধ্যেই পাকিস্তানে টয়োটা কোম্পানির গাড়ি প্রস্তুতকারী সংস্থা ইন্ডাস মোটর কোম্পানি লিমিটেড দু’সপ্তাহের জন্য তাদের কারখানা বন্ধ করে দিয়েছে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ইন্ডাস মোটর পাকিস্তানের অটোমোটিভ সেক্টরের একটি অন্যতম প্রধান সংস্থা। মূলত, কাঁচামাল আমদানিতে অসুবিধার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে, কাঁচামাল না পাওয়ায় সাপ্লাই চেইন পুরোপুরি ব্যাহত হয়েছে। গত মাসেও আমদানির সমস্যার কারণে ইন্ডাস মোটর কয়েকদিনের জন্য উৎপাদন বন্ধ রেখেছিল। তবে বর্তমানে পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠেছে। একটানা কারখানা চালানোর মতো পর্যাপ্ত ইনভেনটরি সংশ্লিষ্ট সংস্থার কাছে নেই। পাশাপাশি, কোম্পানিটি পাকিস্তানের স্টক এক্সচেঞ্জকে এই বিষয়টি জানিয়েছে।

কোম্পানি কি জানিয়েছে: ইতিমধ্যেই ইন্ডাস মোটর কোম্পানির সেক্রেটারি পাকিস্তান স্টক এক্সচেঞ্জে একটি বিবৃতি জারি করে কোম্পানি এবং তার বিক্রেতাদের কাঁচামাল আমদানিতে অসুবিধা সম্পর্কে অবহিত করেছেন। এদিকে, আমদানিতে সমস্যা হচ্ছে মূলত ব্যাঙ্কগুলির লেটার অফ ক্রেডিট না দেওয়ার কারণে। পাশাপাশি, বিদেশি কোম্পানিগুলিকে সময়মতো অর্থ পরিশোধ করা হচ্ছে না। যার কারণে তারা পাকিস্তানের ডিলারদের পণ্য দেওয়া থেকে দূরত্ব বজায় রাখছে। এমতাবস্থায়, ২১ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত এই কারখানাটি সম্পূর্ণ বন্ধ থাকবে।

This world famous plant was closed in Pakistan

এইসব কোম্পানিও ক্ষতিগ্রস্ত হয়েছে: উল্লেখ্য যে, ইন্ডাস মোটর একমাত্র কোম্পানি নয় যারা উৎপাদন কাঁচামালের ঘাটতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। বরং, পাক সুজুকি মোটরস এবং হন্ডা কারের মতো বড় কোম্পানিগুলিও কাঁচামালের ঘাটতির কারণে গত কয়েক মাসে বেশ কয়েকবার তাদের কাজ বন্ধ করেছে। জানিয়ে রাখি যে, ইন্ডাস মোটর হাইব্রিড বৈদ্যুতিক গাড়ির স্থানীয় উৎপাদন বাড়াতে পাকিস্তানে ১০০ মিলিয়ন ডলারের বিনিয়োগ করেছে। এদিকে, এত বড় কোম্পানির প্ল্যান্টের কাজ বন্ধ হয়ে যাওয়ার বিষয়টিই পাকিস্তানের সমগ্ৰ অটোমোবাইল শিল্পের করুণ অবস্থাটিকে সামনে এনেছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর