বাংলাহান্ট ডেস্ক: সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu) নামটার সঙ্গে এখন আর কেউই অপরিচিত নন। ‘মিঠাই’ তাঁকে গোটা বাংলায় জনপ্রিয় করে তুলেছে। প্রত্যেক সিরিয়ালপ্রেমীর ঘরের মানুষ হয়ে উঠেছেন তিনি। মিঠাই শেষ হয়ে গিয়েছে কয়েক মাস হয়ে গেল, কিন্তু মিঠাইরানীকে ভোলেনি কেউ। সৌমিতৃষা অবশ্য ভুলতেও দেননি।
মিঠাই শেষ হওয়ার আগেই বড়পর্দায় সুযোগ পাওয়ার সুখবর দিয়েছিলেন সৌমিতৃষা। সুপারস্টার দেবের বিপরীতে ‘প্রধান’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। এখনও শুটিং শুরু হতে বেশ খানিকটা সময় বাকি। কিন্তু এই সময়টা নষ্ট হতে দিচ্ছেন না সৌমিতৃষা। মিঠাইয়ের খোলস ভাঙতে এক্কেবারে অদেখা লুকে একের পর এক ফটোশুট করে চলেছেন তিনি। আর এবারে রাজনৈতিক জগতের সঙ্গেও যোগাযোগ বাড়ালেন সৌমিতৃষা।
রাজ্য সরকারের একাধিক অনুষ্ঠানে দেখা মিলেছে সৌমিতৃষার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নজর কেড়েছে প্রতিবার। মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কারও নিয়েছেন তিনি। আর এবার একুশে জুলাই তৃণমূলের শহিদ দিবসের মঞ্চেও দেখা মিলল সৌমিতৃষার। জিন্স শার্টে ঝকঝকে মিঠাইরানী মুখ্যমন্ত্রীর সামনে গিয়েই তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করেন।
শুধু সৌমিতৃষা অবশ্য না, এদিন একুশের মঞ্চে বসেছিল টেলি তারকাদের চাঁদের হাট। সৌমিতৃষার পাশাপাশি ছিলেন নীল ভট্টাচার্য, তৃণা সাহা, সোনামণি সাহা, সাহেব চট্টোপাধ্যায়, ভরত কল, অরিন্দম শীল, দেবলীনা কুমাররা। এছাড়া দেব, মিমি চক্রবর্তী, নুসরত জাহানরা তো ছিলেনই।
এদিকে সৌমিতৃষাকে ঘন ঘন তৃণমূলের সভা, অনুষ্ঠানে দেখে অন্য এক জল্পনা শুরু হয়েছে বিনোদুনিয়ায়। তিনি কি রাজনীতিতে যোগ দিতে চলেছেন? না এখনো পর্যন্ত তৃণমূলে সক্রিয় ভাবে যোগ দেননি তিনি। তবে টেলিপাড়ায় তাঁকে মমতা তথা তৃণমূল ঘনিষ্ঠ হিসেবেই দেখা হচ্ছে বলে খবর। ভবিষ্যতে কি অন্য টেলিতারকাদের মতো কখনো সক্রিয় রাজনীতিতে দেখা যাবে? সে প্রশ্নের উত্তর অবশ্য দেননি সৌমিতৃষা।