২৫০০ থেকে ১৫৫ টাকায় নামল আম্বানির এই শেয়ার! বিশেষজ্ঞরা বলছে লুঠে নিন

বাংলা হান্ট ডেস্ক : সকাল অবধি ট্রেডের সূচক ছিল নিম্নমুখি। তবে দুপুর গড়াতেই বাজারে ফিরল স্টক (Stock Market ) ক্রয়ের পুরনো ছন্দ। গতানুগতিক নিয়মেই ঊর্ধ্বগতিতে দেখা গেল সেনসেক্স এবং নিফটিকে। আর সেই ফাঁকে ঋনে জর্জরিত অনিল আম্বানির ভাগ্যও যেন আরও একবার ঘুরে দাঁড়ালো। জানা যাচ্ছে, রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারের স্টক 10 শতাংশেরও বেশি বেড়েছে।

দাম বৃদ্ধির সাথে সাথে কোম্পানির ভ্যালুও আকাশ ছুঁয়েছে। কোম্পানিটির সূচক 9.06% বৃদ্ধির সাথে 154.75 পয়েন্টে গিয়ে থেমেছে। দিনের বেলা এটি 10.75 শতাংশ বেড়ে 157.15 পয়েন্টে পৌঁছে গেছে। উল্লেখ্য, 2008 সালে এই কোম্পানির শেয়ার 2500 টাকায় পৌঁছেছিল। কিন্তু তারপর অশ্বমেধের ঘোড়া থেমে যায়।

রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারের মার্কেট ক্যাপ 5,443.95 কোটি টাকা। গত বছরের সেপ্টেম্বরে 201.35 পয়েন্ট ছুঁয়েছিল কোম্পানিটি। যা ছিল 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ রেকর্ড। বলে রাখি, কোম্পানিটি গত তিন বছরে 375% রিটার্ন দিয়েছে। দুই বছরের রিটার্ন 100% এবং এক বছরে 55%। হালেই খবর মিলেছিল কোম্পানিটি তার তিনটি রোড এস্টেট বিক্রি করার চেষ্টায় রয়েছেন।

জানা গেছে এই সম্পত্তিটির মূল্য প্রায় 2000 কোটি টাকা। রিলায়েন্স ইনফ্রার পোর্টফোলিওতে বর্তমানে নয়টি সড়ক প্রকল্প রয়েছে যার মোট দৈর্ঘ্য প্রায় 700 কিলোমিটার। একথা কমবেশি সকলেই জানেন যে, অনিল আম্বানির কোম্পানির প্রায় দেউলিয়া হওয়ার অবস্থা। একাধিক ঋণের বোঝা রয়েছে কোম্পানিটির মাথায়।

share market (2)

টেকনিক্যাল চার্টে রিলায়েন্স ইনফ্রার রেজিস্ট্যান্স প্রায় 160 টাকার কাছাকাছি পৌঁছে গেছে। গত দুই মৌসমে গতি খানিকটা বেড়েছে। 134 থেকে 157 স্তরে পৌঁছে গেছে। এখন যদি এটি 158 টাকার স্তর অতিক্রম করে, তবে এটি আগামী দিনে 168 টাকা পর্যন্ত পৌঁছাতে পারবে। এবং তারপর 175 পয়েন্টে পৌঁছে যাওয়া খুব একটা অস্বাভাবিক হবেনা। বিশ্লেষকদের মতে আগামী এক বছরে এটি 220 টাকা পর্যন্ত যেতে পারে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর