চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত সুযোগ! কর্মী নিয়োগ শুরু ভারত পেট্রোলিয়ামে, আবেদন করুন আজই

বাংলাহান্ট ডেস্ক : চাকরির সুযোগ নিয়ে এল ভারত পেট্রোলিয়াম। ভারত পেট্রোলিয়াম (Bharat Petroleum) নিয়োগ করতে চলেছে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস এবং টেকনিশিয়ান (ডিপ্লোমা)/ নন-ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস। নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সংস্থার পক্ষ থেকে। ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। প্রার্থীরা চলতি বছরের ৪ঠা সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

 

শূন্য পদের সংখ্যা: মোট শূন্য পদের সংখ্যা ১৩৮। এগুলির মধ্যে ৭৭জন গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস এবং ৬১জন টেকনিশিয়ান (ডিপ্লোমা)/ নন-ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত কোনও ভারতীয় বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ৬.৩ সিজিপিএ-সহ ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ারিং ডিগ্রি (ফুল-টাইম কোর্স) থাকতে হবে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদে আবেদন করার জন্য। স্টেট বোর্ড অফ টেকনিক্যাল এডুকেশন বা স্বীকৃত ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে ৬০ শতাংশ নম্বর-সহ ইঞ্জিনিয়ারিংয়ে (ফুল টাইম কোর্স) ফার্স্ট ক্লাস ডিপ্লোমা থাকতে হবে টেকনিশিয়ান (ডিপ্লোমা)/ নন-ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদে আবেদন করার জন্য।

বয়স: ১৮ থেকে ২৭ বছর বয়সীরা আবেদনের যোগ্য।

আবেদন পদ্ধতি: ইচ্ছুক প্রার্থীরা ভারত পেট্রোলিয়ামের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।

Job Fair

নির্বাচন প্রক্রিয়া: মেরিট লিস্ট এর উপর ভিত্তি করে লিখিত ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। মুম্বাইতে ১ বছরের অ্যাপ্রেন্টিসের ট্রেনিং দেওয়া হবে নির্বাচিত প্রার্থীদের। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের মাসিক ২৫০০০ টাকা এবং টেকনিশিয়ান (ডিপ্লোমা)/ নন-ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের মাসিক ১৮০০০ টাকা স্ট্রাইপেন্ড দেওয়া হবে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর