বাংলাহান্ট ডেস্ক : চাকরির চেষ্টা করছেন? তাহলে আজকের এই প্রতিবেদন আপনার জন্য খুবই গুরত্বপূর্ণ। চাকরি পেতে গেলে আমাদের পরিশ্রম করতেই হয়। যথেষ্ঠ পরিমাণ পড়াশোনা ও অধ্যবসায় আসে সাফল্য। কিন্তু অনেকেই চাকরি পাওয়ার ক্ষেত্রে এড়িয়ে যান ইন্টারভিউয়ের (Interview) ব্যাপারটি।
এই ইন্টারভিউ রাউন্ডে উত্তীর্ণ হলে তবেই কিন্তু চাকরি পাওয়া যায়। ইন্টারভিউ রাউন্ডে চাকরিপ্রার্থীদের সাধারণ জ্ঞানের প্রশ্ন ধরা হয়। এই প্রশ্নগুলো অনেক সময় এমন ভাবে ঘুরিয়ে ধরা হয় যা শুনে অনেক চাকরিপ্রার্থীদের নাভিশ্বাস উঠে যায়। আমরা এই প্রতিবেদনে এমনই কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব যা আপনাকে ইন্টারভিউ রাউন্ডে উত্তীর্ণ হতে সাহায্য করবে।
1) কোন রাজধানী শহরের উচ্চতা সবচেয়ে বেশি?
উত্তরঃ কুইটো, ইকুয়েডর।
2) আলফা-কেরাটিন কোন জিনিসে প্রোটিন থাকে?
উত্তরঃ উল।
3) সেন্ট ফ্রান্সিসের জন্মস্থান উমব্রিয়ার কোন শহর ছিল?
উত্তরঃ আসিসি।
4) লাটভিয়ার এই রাজধানী কখনও কখনও “বাল্টিকের প্যারিস” নামে পরিচিত।
উত্তরঃ রিগা।
5) কোনটি পারমাণবিক চুল্লিতে ‘একটি মডারেটর’ হিসাবে ব্যবহৃত হয়?
উত্তরঃ গ্রাফাইট।
6) কোন প্রজাতি রোবস্ট অস্ট্রালোপিথেসাইন নামে পরিচিত?
উত্তরঃ Australopithecus boisei এবং Australopithecus robustus.
7) ভিটামিন K এর রাসায়নিক নাম কি?
উত্তরঃ ফাইলোকুইন
8) কোন দেশ সরাসরি ইরাকের পূর্বে অবস্থিত?
উত্তরঃ ইরান।
9) কেঁচোর গমন অঙ্গের নাম কি ?
উত্তরঃ সিটা
10) বলুন তো, কোন জিনিসটি কাটলে দুটো থেকে একটা হয়ে যায়?
উত্তরঃ জমির আল বা দুটি পুকুরের মাঝের বাঁধ।