ভারতের প্রতি ক্রমশ আস্থা বাড়ছে বিদেশি বিনিয়োগকারীদের! চলতি মাসেই হল ৪৩,৮০০ কোটির বিনিয়োগ

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে শেয়ার বাজারে (Share Market) ক্রমাগত উর্ধ্বগতি পরিলক্ষিত হচ্ছে। শুধু তাই নয়, এই রেশ অব্যাহত থাকলে খুব শীঘ্রই সেনসেক্স ৭০ হাজারের গন্ডি ছাড়িয়ে যেতে পারে বলেও মনে করা হচ্ছে। এমতাবস্থায় বাজারের এই উর্ধ্বমুখী প্রবণতার পেছনে বিদেশি বিনিয়োগকারীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলে অনুমান করা হচ্ছে।

মূলত, বর্তমানে ভারতীয় শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগের পরিমাণ বিপুলভাবে ঘটছে। শুধুমাত্র জুলাইয়ের পরিসংখ্যানের দিকে তাকালেই বোঝা যাবে যে, এই মাসে বিদেশি বিনিয়োগকারীরা ৪৩,৮০০ কোটি টাকা বিনিয়োগ করেছেন। এদিকে, সমগ্ৰ বিশ্বজুড়ে যখন মন্দার পরিস্থিতি বজায় রয়েছে সেখানে ভারতের অর্থনীতির মৌলিক বিষয়গুলি বিদেশি বিনিয়োগকারীদের কাছে শক্তিশালী বলে মনে হচ্ছে।

অপরদিকে, চিনের অর্থনীতির অবনতির কারণে, এফপিআইগুলি ভারতের প্রতি তাদের আস্থা বাড়াচ্ছে। এমনকি, অ্যাপলের (Apple) মতো একাধিক বড় সংস্থাও ভারতকে একটি বড় বাজার হিসেবে বিবেচনা করছে। এমতাবস্থায়, বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, মোদী সরকার এমন একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন যার ফলে ভারতের প্রতি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

১.২ লক্ষ কোটি টাকার বিনিয়োগ: এই প্রসঙ্গে সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত বিদেশি বিনিয়োগকারীরা ভারতে প্রায় ১.২ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করেছে। এদিকে, বাজার বিশেষজ্ঞরা মনে করছেন যে, ভারতীয় বাজারে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অব্যাহত থাকতে পারে এবং বাজারে আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। জিওজিত ফিনান্সিয়াল সার্ভিসেসের বিশ্লেষক ভি কে বিজয়কুমারের মতে, বাজার যে গতিতে বাড়ছে তাতে এই বিষয়ে সন্দেহ নেই যে বিদেশি বিনিয়োগের বড় অবদান রয়েছ। তবে আগামী সময়ে এর মধ্যে সংশোধনও আসতে পারে। কারণ বাজার ওভারভ্যালুড হচ্ছে।

টানা তিন মাস ধরে বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে: উল্লেখ্য যে, গত তিন মাস ধরে ভারতে বিদেশি বিনিয়োগের পরিমাণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সরকারি তথ্য অনুসারে, বিদেশি বিনিয়োগকারীরা মে মাসে ভারতীয় বাজারে ৪৩,৮৩৮ কোটি টাকা বিনিয়োগ করেছে। পাশাপাশি জুন মাসে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪৭,১৪৮ কোটি টাকায়। এদিকে, চলতি মাসেও বিদেশি বিনিয়োগ গত ২১ জুলাই পর্যন্ত ৪৩,৮০০ কোটিতে পৌঁছেছে।

Foreign investors have invested 43,800 crores in India this month

মূলত, ইক্যুইটি মার্কেট ছাড়াও, বিদেশি বিনিয়োগকারীরা বন্ড মার্কেটে ২,৬২৩ কোটি টাকা বিনিয়োগ করেছে। সরকারি তথ্য অনুযায়ী, এফপিআইগুলি মার্চ মাস থেকে একটানা ভারতীয় স্টক মার্কেটে বিনিয়োগ করছে। সেগুলি চলতি মাসের ২১ তারিখ পর্যন্ত শেয়ারে ৪৩,৮০৪ কোটি টাকা বিনিয়োগ করেছে বলেও জানা গিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর