বাংলা হান্ট ডেস্ক: সরকারি কর্মচারীদের (Government Employees) জন্য এবার একটি বড় সুখবর সামনে এল। মূলত, আধিকারিকদের এবার অফিসের কাজে মোবাইল-ল্যাপটপের মতো ইলেকট্রনিক ডিভাইস দেওয়া হবে। এমনকি, তিনি পার্সোনাল ইউজের জন্য সেগুলি ব্যবহার করতে পারবেন। এই ডিভাইসগুলির দামের মোট সীমা ১.৩ লক্ষ টাকা হতে পারে। শুধু তাই নয়, একটি নির্দিষ্ট সময়ের পর আধিকারিকরা সেই ডিভাইসগুলি তাঁদের কাছে রাখতেও পারবেন। অর্থাৎ, তাঁদের সেই ল্যাপটপ বা মোবাইল ফেরত দিতে হবে না।
ইতিমধ্যেই আধিকারিকদের ল্যাপটপ, মোবাইল ইত্যাদি ইস্যু সংক্রান্ত আপডেটেড গাইডলাইনস জারি করেছে অর্থ মন্ত্রকের ব্যয় বিভাগ। যেখানে ডিভাইসের মোট খরচের সীমা ৮০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১.৩ লক্ষ টাকা করা হয়েছে। এছাড়াও, ৪ বছর পরে আধিকারিকরা তাঁদের ব্যক্তিগত ব্যবহারের জন্য ওই ডিভাইসগুলি তাঁদের কাছে রাখতে পারবেন। এর মধ্যে রয়েছে মোবাইল-ল্যাপটপ, ট্যাবলেট, ফ্যাবলেট, নোটবুক, নোটপ্যাড, আল্ট্রা-বুক, নেট-বুক এবং অন্যান্য অনুরূপ ডিভাইস।
এই আধিকারিকরা উপকৃত হবেন: এদিকে, মন্ত্রকের এই নির্দেশিকা অনুসারে, ওই জাতীয় ইলেকট্রনিক ডিভাইসগুলি কেন্দ্রীয় সরকারের ডেপুটি সেক্রেটারি এবং তার উপরে স্তরের আধিকারিকদের দেওয়া হবে। এছাড়াও, এই ধরণের ডিভাইসের ৫০ শতাংশ পর্যন্ত কোনো বিভাগের সেকশন অফিসার এবং আন্ডার সেক্রেটারিদের ইস্যু করা যেতে পারে।
এছাড়াও, আরেকটি শর্ত আরোপ করা হয়েছে। যাঁর নামে ৪ বছরের জন্য মোবাইল, ল্যাপটপ বা অন্য ডিভাইস ইতিমধ্যেই ইস্যু করা হয়েছে, এমন কোনো আধিকারিককে নতুন কোনো ডিভাইস দেওয়া হবে না। তবে, যদি সেটি খারাপ হয়ে যাওয়ার কারণে আর মেরামত না করা যায় সেক্ষেত্রে একটি নতুন ডিভাইস ইস্যু করা যেতে পারে।
“মেক ইন ইন্ডিয়া” ল্যাপটপে আরও সুবিধা: সরকারি নির্দেশে স্পষ্টভাবে বলা হয়েছে যে, যদি ল্যাপটপ-মোবাইল বা অন্য কোনো ডিভাইসে ৪০ শতাংশের বেশি উপাদান “মেক ইন ইন্ডিয়া” হয়, তবে ১.৩০ লক্ষ টাকা সহ ট্যাক্সের দামের ডিভাইসগুলি জারি করা যেতে পারে। অন্যথায় ওই ডিভাইসটির সর্বোচ্চ মূল্য ১ লক্ষ টাকা সহ ট্যাক্স হতে হবে। পাশাপাশি, ডিভাইসটি ৪ বছর ব্যবহার করার পর আধিকারিক তাঁর কাছে রাখতে পারবেন।
সরকার ডিভাইসের ডেটা ক্লিন করবে: উল্লেখ্য যে, কোনো আধিকারিককে যখন পার্সোনাল ইউজ অথবা দেওয়ার জন্য ল্যাপটপ বা মোবাইল হস্তান্তর করা হবে তখন ডিভাইসটির ডেটা সম্পূর্ণভাবে ক্লিন করবে সংশ্লিষ্ট বিভাগ ও মন্ত্রক। অর্থাৎ ডিভাইসটিকে ডেটা স্যানিটাইজেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। গত ২১ জুলাই এই আদেশ জারি করেছে সরকার।