বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বড়রা গত এক বছর ধরে যে দুঃখ দিয়ে আসছে সেই দুঃখের হাত থেকে ছোটরা উদ্ধার করবে এমনটা ভাবা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত তেমনটা হলো না। গ্রুপ পর্বে পাকিস্তানকে দাপট দেখিয়ে হারালেও ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে কার্যত ভারত ‘এ’ দলকে নিয়ে কার্যত ছেলেখেলা করলো পাকিস্তান ‘এ’। শেষপর্যন্ত ১২৮ রানের ব্যবধানে বিরাট পরাজয় স্বীকার করতে হলো সাই সুদর্শনদের।
ব্যাটিং বান্ধব পিচে টসে জিতে পাকিস্তান প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল এবং সেখানেই যেন ম্যাচে পিছিয়ে পড়েছিল ভারত।পাকিস্তানের দুই ওপেনার ফারহান এবং আয়ুবের মধ্যে ১২১ রানের একটি পার্টনারশিপ হয়। এরপর দুই বলে দুই উইকেট নিয়ে ভারতকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেছিল রিয়ান পরাগ।
কিন্তু এরপর পাকিস্তানের হয়ে চার নম্বরে ব্যাট করতে নামা তায়ুব তাহির ব্যাট হাতে জ্বলে ওঠেন। মাত্র ৭১ বলে ১০৮ রানের একটি মারাত্মক ইনিংস খেলেন তিনি। ভারতীয় বোলাররা দিশেহারা হয়ে পড়ে তারা আক্রমণের সামনে। মারকাটেল ব্যাটিং করে ভারতের সামনে জয়ের জন্য ৩৫৩ রানের লক্ষ্য রেখেছিল তাহির। রাজ্যবর্ধন হাঙ্গরেকর এবং রিয়ান পরাগ দুটি করে উইকেট নিলেও রানের গতি আটকাতে পারেননি তারা।
এরপর রান কারা করতে নেমে শুরুটা বেশ আক্রমণাত্মকভাবেই করেছিল সাই সুদর্শন ও অভিষেক শর্মা। তাদের মধ্যে ৫০ বলে ৬৪ রানের একটি পার্টনারশিপ হয়। কিন্তু আইপিএল ফাইনালের নায়ক সুদর্শন ব্যক্তিগত ২৯ রানের স্কোরে ড্রেসিংরুমে ফিরতেই ভারতীয় ব্যাটিংয়ে ধ্বস নামা শুরু হয়।
এই পাকিস্তান দলের অভিজ্ঞতা ছিল অনেক বেশি। তাদের সামনে অভিষেক শর্মা (৬১) এবং অধিনায়ক যশ ধুল (৩৯) ছাড়া আর কোনও ব্যাটারই প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। পুরো পঞ্চাশ ওভার ব্যাটিং করতে ব্যর্থ হয় ভারত। ৪০ ওভারে ২২৪ রান তুলেই তারা অলআউট হয়ে যায় এবং পাকিস্তান বিরাট বড় ব্যবধানে জিতে নেয় ইমার্জিং এশিয়া কাপ।