প্রথম-দ্বিতীয় দুই স্ত্রীই বিয়ের পর ছেড়েছেন অভিনয়, মিঠুনের প্রথম জীবনসঙ্গিনী এখন কোথায় জানেন?

Published On:

বাংলাহান্ট ডেস্ক: মিঠুন চক্রবর্তী (Mithun chakrabarty), নামটা টলিউডে যেমন পরিচিত, বলিউডেও (Bollywood) ততটাই জনপ্রিয়। মিঠুনের অভিনয় জগতের যাত্রার শুরুই বলিউডের হাত ধরে। একটা সময় হিন্দি সিনেমার জগতে রীতিমতো রাজ করেছেন তিনি। তাঁর সঙ্গে এক ছবিতে অভিনয় করার জন‍্য মুখিয়ে থাকত তাবড় তাবড় অভিনেত্রীরা।

১৯৮০ সালে ‘জুদাই’ ছবির অভিনেত্রী হেলেনা লিউকই হলেন (Helena Luke) মিঠুনের প্রথম স্ত্রী। ‘সাথ সাথ’, ‘আও পেয়ার করে’, ‘দো গুলাব’ এর মতো ছবিতে অভিনয় করেছিলেন হেলেনা। মিঠুনের সঙ্গে প্রথম সাক্ষাতেই প্রেমে পড়ে যান তাঁরা একে অপরের আর বিয়ে করার সিদ্ধান্ত নেন।

Meet mithun chakraborty first wife helena luke

 

তবে এই বিয়ের কথা অনেকেই জানেন না। লুকিয়েই বিয়েটা সেরেছিলেন মিঠুন ও হেলেন। কিন্তু তাঁদের সংসার টেকেনি। মাত্র ৪ মাস পর ভেঙে যায় দুজনের দাম্পত‍্য সম্পর্ক। হেলেনাকে বিচ্ছেদ দিয়ে যোগিতার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন অভিনেতা। মিঠুনের সঙ্গে বিচ্ছেদের পর বলিউডকেও বিদায় জানান হেলেনা। বর্তমানে এক এয়ারলাইন্স সংস্থায় কাজ করেন তিনি। থাকেন নিউ ইয়র্কে। নতুন পরিবারও হয়েছে হেলেনার।

এ তো গেল বিয়ের গল্প। বিয়ের আগে সম্পর্কও নেহাৎ কম ছিল না মিঠুনের। হেলেনার সঙ্গে বিয়ের আগে অভিনেত্রী সারিকার সঙ্গে সম্পর্ক ছিল তাঁর। শ্রীদেবীর সঙ্গে মিঠুনের সম্পর্ক নিয়ে তো চর্চা ছিল তুঙ্গে। এমনকি বিবাহিত হওয়া সত্ত্বেও শ্রীদেবীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেতা। একথা নিজেই স্বীকার করেছিলেন মিঠুন।

প্রথম বিয়ে ভাঙার পর অভিনেত্রী যোগিতা বালির সঙ্গে পরিচয় হয় মিঠুনের। দুজনে প্রেম করার পর ফের বিয়ে করেন তাঁরা। চার ছেলে মেয়েকে নিয়ে এখন ভরা সংসার মিঠুন এবং যোগিতার। তবে অভিনেতাকে বিয়ের পর যোগিতা বালিও ছেড়ে দেন অভিনয়।

সম্পর্কিত খবর

X