বাংলাহান্ট ডেস্ক : ভারতের আধুনিক রেল ব্যবস্থার অন্যতম একটি প্রতীক হল বন্দে ভারত (Vande Bharat)। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি সেমি হাইস্পিড এই ট্রেন শুরু থেকেই ছিল চর্চার তুঙ্গে। বন্দে ভারত একদিক থেকে যেমন দ্রুতগামী, অন্য দিক থেকে বিলাসবহুল। দ্রুত ও আরামদায়ক সফরের জন্য বন্দে ভারত ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ট্রেন হয়ে উঠেছে অল্প সময়ের মধ্যে।
ইতিমধ্যেই দেশের একাধিক রাজ্যে চলাচল শুরু করেছে বন্দে ভারত। এবার বন্দে ভারত পেতে চলেছে বিহার (Bihar)। অবশ্য এতে লাভ রয়েছে বাংলারও (West Bengal)। বিহার পেতে চলেছে দুটি বন্দে ভারত এক্সপ্রেস ও তিনটি বন্দে ভারত মেট্রো ট্রেন। বিহার যে দুটি বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে সেগুলি চলাচল করবে পাটনা থেকে মালদা ও গয়া থেকে হাওড়ার মধ্যে।
এছাড়াও তিনটি বন্দে ভারত মেট্রো পেতে চলেছে বিহার। তবে এই মেট্রো ট্রেনের ফলে বিহারের পাশাপাশি উপকৃত হবেন বাংলার মানুষও।জামালপুর থেকে মালদা, ভাগলপুর থেকে হাওড়া, আর ভাগলপুর থেকে দেওঘরের জন্য তিনটি বন্দে ভারত মেট্রো বরাদ্দ হয়েছে। অন্যদিকে, জানা যাচ্ছে খুব শীঘ্রই আসতে চলেছে বেনারস-আসানসোল বন্দে ভারত ট্রেন।
বন্দে ভারত এক্সপ্রেস সপ্তাহে ৬ বার যাতায়াত করবে বিহারের পাটনা থেকে পশ্চিমবঙ্গের মালদা পর্যন্ত। সপ্তাহে তিন দিন চলবে বিহারের গয়া থেকে হাওড়ার বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেনের সুবিধা বিহারের পাশাপাশি বাংলার মানুষেরাও পাবেন। অন্যদিকে, বন্দে ভারত মেট্রো যাতায়াত করবে মুঙ্গেরের জামালপুর থেকে মালদা, ভাগলপুর থেকে হাওড়া ও দেওঘরের মধ্যে। বন্দে ভারত মেট্রোগুলি যাতায়াত করবে সপ্তাহে ছয় দিন।