বিয়ের আগে সহবাস করলে বঞ্চিত হতে হবে পেনশন থেকে! বড়সড় সিদ্ধান্ত সরকারের

বাংলাহান্ট ডেস্ক : সম্প্রতি হরিয়ানা (Haryana) সরকার সরকারি চাকরি করেন না এমন অবিবাহিতদের জন্য একটি পেনশন স্কিম চালুর ঘোষণা করেছে। এবার সরকারের তরফ থেকে এই প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ার মাপকাঠি জানানো হল। হরিয়ানা সরকারের এই নতুন প্রকল্পের সুবিধা পাবেন না লিভইন পার্টনার ও ডিভোর্সিরা।

সরকারি তরফ থেকে প্রকাশিত মাপকাঠি অনুযায়ী, যাদের বয়স ৪৫ থেকে ৬০ তারা এই প্রকল্পের সুবিধা পাবেন। প্রতি মাসে ২৭৫০ টাকা করে মিলবে পেনশন (Pension)। তবে এই প্রকল্পের অন্যতম বড় মাপকাঠি হল ডিভোর্সি বা লিভ ইন করা ব্যক্তিরা এই পেনশনের সুবিধা পাবেন না।

যে সকল অবিবাহিতদের বার্ষিক আয় ১ লক্ষ ৮০ হাজার টাকার মধ্যে তারাই এই প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারবেন। এছাড়াও সরকারের তরফ থেকে জানানো হয়েছে, পেনশন পাচ্ছেন অথচ সরকারকে না জানিয়ে বিয়ে করেছেন কিংবা লিভ ইন সম্পর্কে রয়েছেন, এমন ব্যক্তিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

জরিমানা ধার্য করা হবে এই সকল ব্যক্তিদের উপর। পেনশনের টাকার উপর ১২% সুদ আদায় করা হবে তাদের থেকে। এমনকি যে সকল অবিবাহিতরা অন্য জায়গা থেকে পেনশন পাচ্ছেন তারাও এই প্রকল্পের আওতায় আসতে পারবেন না। পেনশন পরিচয় তৈরি করা হবে সামাজিক বিচার ও ক্ষমতায়ন বিভাগের পক্ষ থেকে।

pension2

পারিবারিক পেনশন পরিচয় প্রতি মাসের ১০ তারিখে আগে জমা দিতে হবে দপ্তরে। এরপর সুবিধাভোগীর সম্মতির ভিক্তিতে ৭ তারিখে দেওয়া হবে পেনশন। যে সকল বিধবাদের আয় বার্ষিক ৩ লক্ষ টাকার মধ্যে তারাও এই সুবিধা পাবেন। হরিয়ানা সরকারের এই প্রকল্প বাস্তবায়ন হলে সুবিধা পাবেন ২ লক্ষেরও বেশি মানুষ। এই প্রকল্পের জন্য অতিরিক্ত ২৪০ কোটি টাকা খরচ হবে মনোহরলাল খট্টর সরকারের।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর