মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ! লোকসভা ভোটে কে কত আসন পাবে? প্রকাশ্যে সমীক্ষার রিপোর্ট

বাংলা হান্ট ডেস্ক : দেশে আগামী লোকসভা নির্বাচন (Lok Sabha Election) হতে খুব বেশি সময় আর বাকি নেই। যার জেরে সব প্রধান দলই প্রস্তুতি চলছে জোর কদমে। বিজেপির (Bharatiya Janata Party) বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করার উদ্দেশ্যে বিরোধী দলগুলি একটি মহাজোট গঠন করেছে। অন্যদিকে এনডিএ-র (NDA) গোত্রও বাড়ছে। এই রাজনৈতিক পরিবেশের মধ্যেই লোকসভা নির্বাচন নিয়ে একটি সমীক্ষা চালাল জনপ্রিয় একটি সংবাদমাধ্যয়।

এই সমীক্ষায় মোট ১ লাখ ৩৫ হাজার মানুষের মতামত নেওয়া হয়েছে। সমীক্ষাটি ২২ এপ্রিল থেকে ১৫ জুনের মধ্যে করা হয়। রাজ্যভিত্তিক লোকসভা আসন নিয়ে সমীক্ষা করা হয়েছে। যার ফলাফল খুবই চমকপ্রদ।

মহারাষ্ট্রে কার কতটি আসন আছে?

মহারাষ্ট্রে কোন দল কতটি আসন পেতে পারে সেই সমীক্ষায় প্রশ্ন করা হয। সমীক্ষা অনুসারে, মহারাষ্ট্রে বিজেপি ২২ থেকে 28 আসন পেতে পারে। এমভিএ (এনসিপি-শারদ পাওয়ার গোষ্ঠী, কংগ্রেস এবং শিবসেনা ইউবিটি) সম্পর্কে কথা বলার সময়, মহা বিকাশ আঘাদি ১৮ থেকে ২২ আসন পেতে পারে। এক থেকে দুটি আসন অন্যের খাতায় যেতে পারে। মহারাষ্ট্রে মোট ৪৮টি লোকসভা আসন রয়েছে।

সমীক্ষায় রাজস্থান নিয়েও প্রশ্ন করা হয়েছিল। সমীক্ষা অনুসারে, রাজস্থানের মোট ২৫ লোকসভা আসনের মধ্যে বিজেপি ২০-২২৪ আসন পেতে পারে। যদিও কংগ্রেস ৩-৫টি আসন পেতে পারে। অন্যরা ০-১ আসন হারাচ্ছে বলে মনে হচ্ছে। সমীক্ষা অনুসারে, রাজস্থানে বিজেপি ৫৩ %, কংগ্রেস ৩৯% এবং অন্যদের ১০% ভোট পেতে পারে।

loksabha elections

মধ্যপ্রদেশে কে জিতবে?

মধ্যপ্রদেশের লোকসভা আসন নিয়েও একটি সমীক্ষা করা হয়েছে। সমীক্ষা অনুসারে, এমপির ২৯টি লোকসভা আসনের মধ্যে বিজেপি ২২-টি আসন পেতে পারে। যেখানে কংগ্রেস ৫-টি আসন পেতে পারে। অন্যদের খাতায় শূন্য আসন যাচ্ছে। সমীক্ষা অনুসারে, বিজেপি ৫৩%, কংগ্রেস ৩৯% এবং অন্যদের % ভোট পেতে পারে।

বাংলায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ

এই সমীক্ষায় পশ্চিমবঙ্গের আসন নিয়েও প্রশ্ন করা হয়েছে। সমীক্ষা অনুসারে, বাংলার ৪২ টি লোকসভা আসনের মধ্যে ২-22টি আসন পেতে পারে টিএমসি। যদিও ১৮-২০টি আসন বিজেপির খাতায় যেতে দেখা যাচ্ছে। যেখানে সিপিআইএম ১-২ আসন, কংগ্রেস ১-২ আসন এবং অন্যদের শূন্য আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Sudipto

সম্পর্কিত খবর