দশ পার, এই নিয়ে এগারো বার! ফের ED হাজিরা এড়ালেন মলয় ঘটক, এবার কি গ্রেফতার?

বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত ভোট শেষ! তবে তারপরও ইডিতে ‘না’। কয়লা পাচার মামলায় (Coal Smuggling) ইডি (Enforcement Directorate) তলব করলেও ফের হাজিরা এড়ালেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক (Malay Ghatak)। মলয়বাবুকে দিল্লির সদর দফতরে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তবে এবারেও হাজিরায় গেলেন না মন্ত্রী। এই নিয়ে প্রায় এগারো বার ED হাজিরা এড়ালেন মলয় ঘটক।

ইডি সূত্রে খবর, মন্ত্রীমশাই চিঠি দিয়ে তদন্তকারী আধিকারিকদের জানিয়েছেন, পূর্ব নির্ধারিত কিছু কর্মসূচি থাকার কারণে তিনি দিল্লি যেতে পারছেন না। প্রসঙ্গত পঞ্চায়েত ভোট পূর্বেও তাকে হাজিরা দিতে বলেছিল ইডি। সেইসময় রাজ্যের মন্ত্রী জানান পঞ্চায়েত ভোট নিয়ে ব্যস্ত রয়েছেন। তাই তিনি হাজিরা দিতে পারবেন না।

তদন্তকারী সংস্থার দাবি বা অভিযোগ, আদালতের নির্দেশ অনুযায়ী প্রতিবারই ১৫ দিন সময় দিয়ে মন্ত্রীকে ডাকা হচ্ছে। কিন্তু বারেবারে নানা কারণ দেখিয়ে তিনি হাজিরা এড়াচ্ছেন। প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের সময় মন্ত্রীর তরফে গোয়েন্দা সংস্থাকে জানানো হয়েছিল, সামনে পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023)। দিন ঘোষণা হয়েছে গিয়েছে। তিনি প্রচারের কাজে জেলা সফরে ব্যস্ত। তাই দিল্লি (Delhi) যাওয়া তার পক্ষে সম্ভব নয়। তবে ভোট মিটে গেলে তাকে যখনই ডাকবে তখনই তিনি জানেন বলেও জানিয়েছিলেন।

এভাবে মন্ত্রীর বারবার হাজিরা এড়ানোর বিষয়টি আদালত অবমাননার সামিল বলে মনে করছে ইডি। এ নিয়ে আইনজীবীর পরামর্শ নেওয়া হচ্ছে বলেও কেন্দ্রীয় সংস্থা সূত্রে খবর। জানিয়ে রাখি, তদন্তকারী সংস্থা যাকে হাজিরার জন্য ডাকবে তাকে যেতে হবে। না গেলে তার বিরুদ্ধে ব্যবস্থাও নিতে পারবে ED। সেক্ষেত্রে ইডির কি পদক্ষেপ হতে পারে? ইডি তাকে অন্য তারিখ দিয়ে সুযোগ দিতে পারে। আবার নাও দিতে পারে। তদন্তকারী সংস্থা আদালতের কাছে ওই ব্যক্তির বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যুর জন্য আবেদন করতে পারেন। আবার যদি মলয়বাবুর কোনও সমস্যা থাকে তবে তিনি তদন্তকারী সংস্থার কাছে নতুন তারিখ চাইতে পারেন। এরপর তদন্তকারী অফিসাররা যে রকম বুঝবেন সেরকম পদক্ষেপ করবেন।

ed0

যদি তারা মনে করেন যে তিনি শুধুমাত্র জিজ্ঞাসাবাদ এড়ানোর জন্যই এই কাজ করছেন তবে তাকে গ্রেফতারির জন্য আদালতের কাছে ওয়ারেন্ট ইস্যুর আবেদনও করতে পারেন। কারণ ইডির অ্যারেস্ট করার ক্ষমতা রয়েছে। তবে এই সমস্ত কিছুই আশঙ্কা মাত্র। এরপর তার বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কী পদক্ষেপ নেয়, সেটা বোঝা যাবে সময় এলেই।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর