‘একমাত্র ভগবানই পশ্চিমবঙ্গকে বাঁচাতে পারে’, নিয়োগ দুর্নীতি মামলায় যা বলল সুপ্রিম কোর্ট…

বাংলা হান্ট ডেস্কঃ গতবছর থেকে বঙ্গে নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) রমরমা। স্কুল সার্ভিস কমিশন, প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং কলেজ সার্ভিস কমিশন! কোনও ক্ষেত্রেই বাদ নেই। সবেতেই উঠে এসেছে হাজারো অভিযোগ। যা নিয়ে হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে একাধিক মামলা। নিত্যদিনই দুর্নীতির তালিকায় জুড়ছে নয়া ইস্যু। এরই মধ্যে এবার বঙ্গে নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি (Justice of Supreme Court) দীপঙ্কর দত্ত।

ঠিক কি মন্তব্য করেছেন বিচারপতি? সোমবার বিচারপতি দীপঙ্কর দত্ত বলেন, ‘দিনের পর দিন কী হচ্ছে এটা? সব কিছুতেই রাজনীতি জড়িয়ে যাচ্ছে। প্রাথমিকে শিক্ষক নিয়োগ হলেই তা নিয়ে মামলা হয়ে যাচ্ছে। এটা তো দেখছি, এখন ভগবান ছাড়া পশ্চিমবঙ্গকে কেউ বাঁচাতে পারবে না।’‌

প্রসঙ্গত, এদিন শীর্ষ আদালতে বিচারপতি অনিরুদ্ধ বসু এবং দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চে এসএসসি’‌র একাদশ–দ্বাদশ শ্রেণির নিয়োগ দুর্নীতির একটি মামলা চলছিল। সেই সময়ই বিচারপতি প্রশ্ন তুলে বলেন, ‘”হচ্ছেটা কী?‌ সব নিয়োগের ক্ষেত্রেই কি রাজনীতি হচ্ছে?‌ প্রাথমিকে নিয়োগে হলেই প্রশ্ন উঠে যাচ্ছে।”

“একমাত্র ভগবানই বাঁচাতে পারে পশ্চিমবঙ্গকে” ঠিক এই মন্তব্যই করেছেন সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি। শুধু তাই নয়! যেভাবে রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি হয়েছে, দুর্নীতিতে যা যা হয়েছে তা পুরোপুরি রাজনৈতিক বলেই বিচারপতির পর্যবেক্ষণ।

tet supreme court

সোমবার এসএসসি-র একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এজলাসে শুনানি পর্বে এই মন্তব্য করলেন বিচারপতি দীপঙ্কর দত্ত। আজ এই মামলার পরবর্তী শুনানি। তবে বিচারপতির এই মন্তব্যের পরই তোলপাড় পড়ে গিয়েছে গোটা রাজ্যে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর