মাধ্যমিক পাশ করেই রেলে চাকরির সুবর্ণ সুযোগ! এভাবে আবেদন করলেই কেল্লাফতে

বাংলাহান্ট ডেস্ক : চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর। সম্প্রতি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় রেল (Indian Railways)। রেলওয়ে রিক্রুটমেন্ট সেল বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে নিয়োগ করা হবে এএলপি/টেকনিশিয়ান ও জুনিয়র ইঞ্জিনিয়ার পদে। ইচ্ছুক প্রার্থীরা বিস্তারিত জানতে পারবেন আরআরসি বা এসইসিআর অফিসিয়াল ওয়েবসাইট  www.secrindianrailways.gov.in – এ।

রেলের তরফ থেকে জানানো হয়েছে ইতিমধ্যেই নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ২১শে আগস্ট ২০২৩ পর্যন্ত আবেদন করা যাবে।

শূন্য পদের সংখ্যা: বিজ্ঞপ্তি অনুযায়ী মোট শূন্য পদের সংখ্যা  ১ হাজার ১৬টি। এরমধ্যে ৮২০টি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, ১৩২টি টেকনিশিয়ান ও ৬৪টি জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা: সরকার স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতূল্য ডিপ্লোমা উত্তীর্ণরা এই পদগুলিতে আবেদনের যোগ্য।

job vacancies in Central Bank of India

বয়সসীমা: ১৮ থেকে ৪২ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

নির্বাচন প্রক্রিয়া: প্রার্থী বাছাই হবে কম্পিউটার টেস্ট ও ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে।

আবেদন পদ্ধতি: ইচ্ছুক প্রার্থীদের প্রথমে ভিজিট করতে হবে www.secr.indianrailways.gov.in– এ। এরপর ক্লিক করতে হবে রিক্রুটমেন্ট, প্রেস রিলিজ ট্যাবে। সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করতে হবে আবেদন পত্র।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর